LSG vs GT IPL 2022 Match Prediction: আইপিএলে আজ এক বনাম দুইয়ের লড়াই

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 10, 2022 | 9:00 AM

Lucknow Super Giants vs Gujarat Titans Preview: আইপিএলে প্রথম বারের মুখোমুখি সাক্ষাৎকারে লখনউকে হারিয়েছিল গুজরাত। এ বার লখনউয়ের বদলা নেওয়ার পালা। যেহেতু দুই দলই ছন্দে রয়েছে, তাই উপভোগ্য ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরাও।

LSG vs GT IPL 2022 Match Prediction: আইপিএলে আজ এক বনাম দুইয়ের লড়াই
লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স।

Follow Us

পুনে: আজ আইপিএলে (IPL) এক বনাম দুইয়ের লড়াই। পুনেতে মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants) আর গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দুটো দলই আইপিএলে প্রথম বার খেলতে এসেছে। আর প্রথম বার খেলতে নেমেই চমকে দিয়েছে লখনউ আর গুজরাত। ১১ ম্যাচে দুই দলের ঝুলিতেই ১৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে লোকেশ রাহুলরা। আজ যে দল জিতবে, তাঁরাই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। গুজরাত দুরন্ত ছন্দে থাকলেও, শেষ দুটো ম্যাচ হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। মুম্বইয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। অন্যান্য দলগুলিও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাই প্লে অফ নিশ্চিত করতে মুখিয়ে গুজরাত টাইটান্স। অন্য দিকে লখনউয়ের নজরেও প্লে অফ। একই সঙ্গে প্রথম দুইয়ে থাকাও দুই দলের কাছে চ্যালেঞ্জ। যে দলই জিতবে, সেই দলই এ বারের আইপিএলে প্রথম প্লে অফে জায়গা করে নেবে। হাড্ডাহাড্ডি দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরাও।

 

আইপিএলে প্রথম বারের মুখোমুখি সাক্ষাৎকারে লখনউকে হারিয়েছিল গুজরাত। এ বার লখনউয়ের বদলা নেওয়ার পালা। যেহেতু দুই দলই ছন্দে রয়েছে, তাই উপভোগ্য ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরাও।

 

গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে কোনও বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন কেএল রাহুল। গুজরাতের বিরুদ্ধে ছন্দে ফেরাই তাঁর লক্ষ্য। বড় রান করে কমলা টুপির দৌড়ে জস বাটলারের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চান রাহুল। সামি বনাম রাহুল- হাইভোল্টেজ দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরাও। পঞ্জাব কিংসে দুই ক্রিকেটারই এক দলের জার্সিতে খেলতেন। তাই একে অপরের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। অন্যদিকে রানের মধ্যে আছেন কুইন্টন ডি’ককও। বড় রান করতে প্রস্তুত তিনিও। লখনউয়ের ব্যাটিং বিভাগে যথেষ্ট ভারসাম্য রয়েছে। রাহুল, ডি’কক ছাড়াও দীপক হুডা, মার্কাস স্টোয়নিস, আয়ূষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডারা আছেন। বোলিংয়েও মহসিন খান, আবেশ খান, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণোইরা বিপক্ষ শিবিরকে চমকে দিতে তৈরি। গত ম্যাচে দুরন্ত বোলিং করেছিলেন আবেশ খান। গুজরাতের টপ অর্ডারকে গুড়িয়ে দেওয়াই লক্ষ্য আবেশ-মহসিনদের।

 

অন্যদিকে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি দুরন্ত ছন্দে আছে। ঋদ্ধিমান সাহা প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করে চলেছেন। শুভমন গিলও রানের মধ্যে আছেন। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে তৈরি ঋদ্ধি-শুভমন জুটি। হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়ার মতো বিগ হিটাররাও আছেন গুজরাত দলে। আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চমকে দিচ্ছে টাইটান্স। বোলিংও যথেষ্ট শক্তিশালী। মহম্মদ সামি, লকি ফার্গুসন, প্রদীপ সাঙ্গওয়ান, রাশিদ খানের মতো বোলাররা আছেন রাহুল, ডি’ককদের বেগ দিতে।

 

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

 

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

 

 

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে চাহালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন হাসারঙ্গা

Next Article