AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে চাহালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন হাসারঙ্গা

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ এর ৫৫টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে চাহালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন হাসারঙ্গা
IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে চাহালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন হাসারঙ্গাImage Credit: IPL Website
| Edited By: | Updated on: May 09, 2022 | 10:01 AM
Share

কলকাতা: আইপিএল ২০২২ (IPL 2022) -এর চলতি মরসুমে এখনও অবধি ৫৫টি ম্যাচ হয়েছে। আজ সোমবার, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিতের মুম্বইয়ের মুখে নামবে শ্রেয়সের কেকেআর। রবিবার ছিল আইপিএলের ডাবল হেডার। বিকেলের ম্যাচে মুখোমুখি হয়েছিল উইলিয়ামসনের হায়দরাবাদ ও দু’প্লেসির ব্যাঙ্গালোর। তারপর রবিরাতে ছিল মাহির চেন্নাই ও পন্থের দিল্লির দ্বৈরথ। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ২ নম্বরে উঠে এসেছেন আরসিবির ভানিন্দু হাসারঙ্গা। তবে এখনও পর্যন্ত আইপিএলের পার্পল ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালের দখলেই। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে।

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ এর ৫৫টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন…

১) এ বারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৫৫টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি চলতি আইপিএল-এর ১১টি ম্যাচে খেলে মোট ৪৪ ওভার বল করে ৩১৯ রান দিয়ে ২২ টি উইকেট নিয়েছেন চাহাল।

২) রবিবার অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন হাসারঙ্গা। এবং পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ১২টি ম্যাচে খেলে ২১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হাসারঙ্গা। এবং ৪১ ওভার বল করে ৩২২ রান খরচ করেছেন আরসিবির হাসারঙ্গা।

৩) বেগুনি টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের কাগিসো রাবাডা (Kagiso Rabada)। চলতি আইপিএলের ১০টি ম্যাচে খেলে ৩৭ ওভার বল করে মোট ৩২৩ রান দিয়েছেন প্রোটিয়া তারকা। বিনিময়ে তিনি নিয়েছেন ১৮টি উইকেট।

৪) পার্পল ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছেন চায়নাম্যান বোলার। এবং ১১টি ম্যাচে মোট ৩৯.৪ ওভার বল করে ৩৫২ রান খরচ করেছেন। এবং কুলদীপ ঝুলিতে ভরেছেন ১৮টি উইকেট।

৫) বেগুনি টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন (T Natarajan)। চলতি আইপিএলে এখনও অবধি ৯টি ম্যাচে খেলেছেন তিনি। এবং ৩৫ ওভার বল করে ৩০৩ রান খরচ করে ১৭ টি উইকেট নিয়েছেন নটরাজন।