LSG vs MI IPL 2022 Match Prediction: সচিনের জন্মদিনে প্রথম জয় চান রোহিতরা

Lucknow Super Giants vs Mumbai Indians Preview: আইপিএলে এ বারই প্রথম লখনউ সুপারজায়ান্টস। গত ম্যাচে হারলেও লোকেশ রাহুলরা এ বার দুরন্ত ছন্দে আছেন। এ রকম মুম্বইকে হারানোর সুযোগটা নিতে তৈরি রাহুলরা। ওপেনিংয়ে কুইন্টন ডি'কক-রাহুল জুটি বড় রান করতে তৈরি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে বুমরাদের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল কুইন্টন ডি'কক।

LSG vs MI IPL 2022 Match Prediction: সচিনের জন্মদিনে প্রথম জয় চান রোহিতরা
লখনউ সুপারজায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স।

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 24, 2022 | 9:00 AM

মুম্বই: প্রথম সাত ম্যাচেেই টানা হার। আইপিএলের (IPL 2022) ইতিহাসে এ রকম জঘন্য রেকর্ড আর কোনও দলের নেই। একরাশ লজ্জা বয়ে বেড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ সন্ধেয় ওয়াংখেড়েতে লখনউ সুপারজায়ান্টসের সামনে রোহিত শর্মারা। প্লে অফের রাস্তাও একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের। বাকি ৭ ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। আজ সপ্তাহের শেষ দিন হলেও, একটাই ম্যাচ থাকছে। তাই যাবতীয় নজর মুম্বই ইন্ডিয়ান্স-লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের দিকে। রাজস্থান রয়্যালস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে হাইস্কোরিং হয়েছে। তাই এই উইকেটে যে বড় রান হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মুম্বইয়ের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে তাঁদের। এরই মধ্যে মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস লিন দাবি করেছেন, রোহিত শর্মাদের দলের অন্দরে নির্ঘাত বিভাজন দেখা দিয়েছে। তবে আজ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকরের জন্মদিন। আর তাঁর জন্মদিনেই আইপিএলে প্রথম জয়ের দেখা পেতে চান রোহিত শর্মারা।

 

আইপিএলে এ বারই প্রথম লখনউ সুপারজায়ান্টস। গত ম্যাচে হারলেও লোকেশ রাহুলরা এ বার দুরন্ত ছন্দে আছেন। এ রকম মুম্বইকে হারানোর সুযোগটা নিতে তৈরি রাহুলরা। ওপেনিংয়ে কুইন্টন ডি’কক-রাহুল জুটি বড় রান করতে তৈরি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে বুমরাদের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল কুইন্টন ডি’কক। অন্য দিকে, লখনউ অধিনায়ক কেএল এ বারের আইপিএলে বেশ ভালোই ছন্দে আছেন। এ ছাড়া, ব্যাটিং বিভাগে দীপক হুডা, মণীশ পাণ্ডে, দীপক হুডা, আয়ূষ বাদোনিরা আছেন। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া যে কোনও সময়ে ফ্যাক্টর হতে পারেন। বোলিং বিভাগে থাকছেন আবেশ খান, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোইরা। রোহিত শর্মাদের এ রকম খারাপ ফর্ম দেখে নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন লখনউয়ের বোলাররা।

 

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জা এড়ানোর ম্যাচ। টানা ৮ ম্যাচ হারের লজ্জা কাটাতে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা এ বারের আইপিএলে ফর্মের ধারে কাছে নেই। ঈশান কিশানকে চড়া দামে কিনলেও তাঁর ব্যাটে রানের দেখা নেই। বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিসকেও ধারাবাহিকতা দেখাতে হবে। এক মাত্র লড়াই চালাচ্ছেন সূর্যকুমার যাদব আর তিলক বর্মা। লখনউয়ের বিরুদ্ধে ব্যাটে বড় রান করতে তৈরি এই দুই ব্যাটার। কায়রন পোলার্ড চূড়ান্ত অফ ফর্মে আছেন। তবুও তাঁকে বসানোর দুঃসাহস দেখাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে চমকে দিয়েছিলেন নবাগত হৃত্বিক শোকিন। লখনউয়ের বিরুদ্ধেও চমকে দিতে চান এই অলরাউন্ডার। জসপ্রীত বুমরার তেজ দেখা যাচ্ছে না আইপিএলে। লখনউয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ম্যাচটাকে দেখছেন বুমরা। টানা ৭ ম্যাচ হেরে মানসিক ভাবে বিপর্যস্ত ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। লখনউকে হারিয়ে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য মুম্বইয়ের।

 

মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃত্বিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রিলে মেরেডিথ।

 

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

 

 

আরও পড়ুন: IPL 2022: হরভজনের মতে আসন্ন টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা নিতে পারেন কোন ক্রিকেটার?