মুম্বই: একটা দল আইপিএলে (IPL 2022) পারফরম্যান্সের তুঙ্গে। ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। আরেকটা দল পয়েন্ট টেবিলে সবার নীচে। ৮ ম্যাচে একটাতেও জয়ের মুখ দেখেনি। আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড। আজ সন্ধেয় ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জিতলেই প্লে অফের পথে অনেকটা পা বাড়িয়ে রাখবেন সঞ্জু স্যামসনরা। অন্য দিকে মুম্বইয়ের কাছে শুধুই মান বাঁচানোর ম্যাচ। প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ম্যাচ জিতে আত্মবিশ্বাসের শিখরে বাটলার, চাহালরা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগই বেশ শক্তিশালী রাজস্থানের। এ বারের খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন সঞ্জু স্যামসনরা। মুম্বইয়ের কাছে হারানোর কিছু নেই। তাই সব ভুলে অল আউট ঝাঁপাতে তৈরি রোহিত শর্মারা। রানে ফেরার কঠিন চ্যালেঞ্জ মুম্বই অধিনায়কের সামনে। আইপিএলে প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়ে উঠেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
আজ মাঠে শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জানবে রাজস্থান রয়্যালস। আমন্ত্রণ জানানো হয়েছে ওয়ার্নের ভাইকেও। জিতলেই প্লে অফের পথে পা বাড়িয়ে রাখবে রাজস্থান। ৮ ম্যাচে তাঁদের ঝুলিতে ১২ পয়েন্ট। গত ম্যাচে জস বাটলার রান না পেলেও মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। এ বারের আইপিএলে এরই মধ্যে ৩টে সেঞ্চুরি করে ফেলেছেন বাটলার। আর একটা সেঞ্চুরি হাঁকালেই ছুঁয়ে ফেলবেন এক আইপিএলে বিরাট কোহলির সর্বোচ্চ ৪টে সেঞ্চুরির রেকর্ডকে। রানের মধ্যেই আছেন দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসনরা। বিগ হিটার শিমরন হেটমেয়ারও ম্যাচের রং পাল্টে দিতে ওস্তাদ। একই সঙ্গে রাজস্থানের অস্ত্র তাঁদের বোলিং বিভাগ। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণার মতো পেসাররা তো আছেনই। রয়েছেন যুজবেন্দ্র চাহালের মতো স্পিনার। এই মুহূর্তে বেগুনি টুপি তাঁর মাথাতেই রয়েছে। রোহিত, ঈশানদের ফাঁদে ফেলে উইকেটের সংখ্যা বাড়ানোই লক্ষ্য চাহালের। ফর্মে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। আর এটাই এখন ইউএসপি রাজস্থান রয়্যালসের।
অন্যদিকে মুম্বই দলে শুধুই ব্যর্থতা। অধিনায়ক রোহিত শর্মা রানের মধ্যে নেই। ঈশান কিশানকে বিশাল দরে আইপিএলের নিলামে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু নামের প্রতি সুবিচারে ব্যর্থ এই উইকেটকিপার ব্যাটার। খারাপ ফর্ম কাটিয়ে রানে ফিরতে মরিয়া ঈশান। সূর্যকুমার যাদব আর তিলক বর্মা- এই দুই ক্রিকেটারই একমাত্র ফর্মে আছেন। কায়রন পোলার্ডের ফর্ম একেবারে তলানিতে। আজকের ম্যাচে পোলার্ডকে বসানোর ভাবনাও রয়েছে মুম্বই শিবিরের। ডিওয়াল্ড ব্রেভিসও বড় রানের লক্ষ্যে সচেষ্ট। বোলিং বিভাগে জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট, হৃত্বিক শোকিনরা আছেন মুম্বই দলে। রাজস্থানকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পাওয়াই এখন একমাত্র লক্ষ্য মুম্বই ইন্ডয়ান্সের।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
আরও পড়ুন: Virat Kohli: যেন নিজের প্রতি নিজেই অবিচার করে চলেছেন বিরাট কোহলি