RR vs RCB, IPL 2021 Match Prediction: আরব দেশে রাজস্থানের ভাগ্য কি বদলাবে নাকি বিরাটরা আরও পোক্ত করবে প্লে অফের জায়গা?

Today Match Prediction of RR vs RCB: আইপিএলের ৪৩তম ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

RR vs RCB, IPL 2021 Match Prediction: আরব দেশে রাজস্থানের ভাগ্য কি বদলাবে নাকি বিরাটরা আরও পোক্ত করবে প্লে অফের জায়গা?
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 11:01 AM

দুবাই: আইপিএলের (IPL) ৪৩তম ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। পয়েন্ট টেবলের তিন নম্বর ও ছ’নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। আইপিএলে এখনও পর্যন্ত ১০টি করে ম্যাচে খেলেছে বিরাট ও সঞ্জুরা। পরপর দুই ম্যাচে রাজস্থানের নেতা সঞ্জু লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। অন্যদিকে মরুশহরে পরপর দুটি ম্যাচে হেরেছিল বিরাটরা। সেখান থেকে রোহিত শর্মার মুম্বইকে ৫৪ রানে হারিয়ে হারের হ্যাটট্রিক রুখেছে কোহলিরা। ফলে চাহালদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। অপরদিকে সঞ্জুরা জয়ে ফিরতে চান।

আইপিএলের প্রথম পর্বে বিরাটের আরসিবি (RCB) দুরন্ত ফর্মে ছিল। তারপর আরব পর্বে জয় হাতড়ে বেড়াচ্ছিল। মরুশহরে প্রথম ম্যাচেই কেকেআরের কাছে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল এবিডিরা। দ্বিতীয় ম্যাচে ধোনির ক্যাপ্টন্সি কৌশলকে ধরাশায়ী করতে পারেননি বিরাট। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বিরাটের আরসিবি। আরব দেশে নিজেদের তৃতীয় ম্যাাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়ে জয়ে ফিরেছে আরসিবি। অন্যদিকে আরব দেশে আইপিএলের দ্বিতীয় পর্বে মোটেও ভাগ্যটা ভালো যাচ্ছে না রাজস্থান রয়্যালসের। হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে রয়েছে সঞ্জুরা। মরুশহরে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে বসা ম্যাচ জিতেছিল কার্তিক ত্যাগীর শেষ ওভারের কামালে। কিন্তু তার পর থেকে শেষ দুটি ম্যাচে কোনওমতেই জিততে পারেননি সঞ্জুরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে সঞ্জু ৭০ রানের অপরাজিত ইনিংস কাজে আসেনি। এর পরের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে সঞ্জুর অধিনায়োকচিত ৮২ রানের দুর্ধর্ষ ইনিংসও কাজে আসেনি। দলে পরিবর্তন এনেও সাফল্য পাচ্ছে না রাজস্থান। আজ বিরাটদের বিরুদ্ধে কোন রণনীতি সাজায় রাজস্থান সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরসিবির ওপেনিং জুটি যেমন জমাট, তেমনই তাদের মিডল অর্ডারেও ভরসা জোগানোর জন্য রয়েছেন এবিডি-ম্যাক্সওয়েলরা। টি-২০ ক্রিকেটে ৭০০০ রানের থেকে মাত্র ১৮ রান দূরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ ম্যাচে ব্যাট হাতে দায়িত্ব পালন করার পর বল হাতেও ম্যাক্সি দলকে উইকেট এনে দিয়েছিলেন। বিরাট-এবিডি-ম্যাক্সি এখনও কিন্তু বড় ভরসা আরসিবির। অন্যদিকে রাজস্থান এ বারের আইপিএলে তাদের বড় অস্ত্র জস বাটলার, অ্যান্ড্রু টাই, জোফ্রা আর্চারদের পাচ্ছে না। যার অভাবটাও বেশ টের পাচ্ছে গোলাপী শহর।

আরও পড়ুন: IPL 2021 Points Table: ছবিতে দেখুন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে

আরও পড়ুন: IPL 2021 RR vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ম্যাচ