IPL 2021 RR vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ম্যাচ

আইপিএলের (IPL) ৪৩তম ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

IPL 2021 RR vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ম্যাচ
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 10:51 AM

দুবাই: আইপিএলের (IPL) ৪৩তম ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। পয়েন্ট টেবলের তিন নম্বর ও ছ’নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। আইপিএলে এখনও পর্যন্ত ১০টি করে ম্যাচে খেলেছে বিরাট ও সঞ্জুরা। পরপর দুই ম্যাচে রাজস্থানের নেতা সঞ্জু লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। অন্যদিকে মরুশহরে পরপর দুটি ম্যাচে হেরেছিল বিরাটরা। সেখান থেকে রোহিত শর্মার মুম্বইকে ৫৪ রানে হারিয়ে হারের হ্যাটট্রিক রুখেছে কোহলিরা। ফলে চাহালদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। অপরদিকে সঞ্জুরা জয়ে ফিরতে চান। ফলে কোন দল আজ দুই পয়েন্ট তুলে নেবে, সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (২৯ সেপ্টেম্বর) আজ, বুধবার হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: IPL 2021: কথা কাটাকাটিতে জড়ালেন মর্গ্যান-অশ্বিন