AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WI vs IND : অশ্বিনের ঘূর্ণিতে তিন দিনে ডুবল ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্টে বড় জয় ভারতের

তৃতীয় দিনে ৫ উইকেটে ৪২১ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ২৭১ রানে এগিয়ে ছিল ভারত। জবাবে সাতটি উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের একাই শেষ করলেন অশ্বিন।

WI vs IND : অশ্বিনের ঘূর্ণিতে তিন দিনে ডুবল ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্টে বড় জয় ভারতের
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 8:34 AM
Share

ডমিনিকা : সারা দেশ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সূদূর ক্যারিবিয়ানে তখন জয়ধ্বজা ওড়াচ্ছে ভারত। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জোড়া সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত পারফরম্যান্সে তিন দিনেই ডুবল ওয়েস্ট ইন্ডিজ। ভারত জিতেছে ইনিংস ও ১৪১ রানে। ইনিংস ও রানের নিরিখে এশিয়ার বাইরে এটাই ভারতীয় ক্রিকেট টিমের সবচেয়ে বড় জয়। অভিষেক ম্যাচে যশস্বী ১৭১ রানের ইনিংস খেলেন। এরপর বিরাট কোহলির অর্ধশতরানের ইনিংস। তৃতীয় দিনে ৫ উইকেটে ৪২১ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ২৭১ রানে এগিয়ে ছিল ভারত। জবাবে সাতটি উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের একাই শেষ করলেন অশ্বিন। ১৩০ রানে গুটিয়ে যায় বিপক্ষ। ডমিনিকায় প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক তিনিই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ না পাওয়ার আক্ষেপ ক্যারিবিয়ানে সুদে আসলে মেটাচ্ছেন। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১২টি উইকেট। এই জয়ে সিরিজে ভারত ১-০ এগিয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ডমিনিকার উইন্ডসর পার্কে আগাগোড়াই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ভারত। ভারতের সামনে নখদন্তহীন ক্যারিবিয়ান টিম কার্যত অসহায়। প্রথম দিন থেকে পিছিয়ে ছিল ক্যারিবিয়ান টিম। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও খারাপ সূচনাটা। তেজনারায়ন চন্দ্রপলকে এলবিডব্লিউ করেন রবীন্দ্র জাডেজা। ক্যারিবিয়ানদের স্কোর বোর্ডে তখন আট রান। রবিচন্দ্রন অশ্বিনের বলে রাহানের হাতে  ক্যাচ দেন ক্যাপ্টেন কার্লোস ব্রেথওয়েট (৭)। তৃতীয় সেশনে টার্নিং পিচে আরও বিপজ্জনক হয়ে ওঠেন অশ্বিন। তিনি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন এবং এশিয়ার বাইরে ইনিংস ও রানের পরিপ্রেক্ষিতে ভারতের সবচেয়ে বড় জয়ের কারণ হয়ে ওঠেন অশ্বিন।

অশ্বিন ৫ রানে ব্ল্যাকউডকে এলবিডব্লিউ করেন এবং ব্যক্তিগত ১১ রানে রেমন রেইফারকে প্যাভিলিয়নে পাঠান জাডেজা। এরপর অল্পের মধ্যেই ১৩০ রানে গুটিয়ে যায় আয়োজক দেশ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অশ্বিন দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৭ উইকেট। অর্থাৎ ম্যাচে তিনি মোট ১২টি উইকেট নিয়েছেন। যেখানে দুটি উইকেট গেছে জাডেজা এবং একটি উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে।

এশিয়ার বাইরে ভারতের ইনিংসে জয়

  • ইনিংস ও ২ রান বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৭৮
  • ইনিংস এবং ৪৬ রান বনাম ইংল্যান্ড, হেডিংলি, ২০০২
  • ইনিংস এবং ৯০ রান বনাম জিম্বাবোয়ে, বুলাওয়ে, ২০০৫
  • ইনিংস ও ৯২ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ , নর্থ সাউন্ড, ২০১৬
  • ইনিংস এবং ১৪১ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ, ডমিনিকা, ২০২৩