Rohit Sharma: ‘পোস্টমর্টেম করতে বসব না’, রোহিত শর্মার পরিষ্কার বার্তা

India vs New Zealand 2nd Test: অতিরিক্ত ভাবতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং ভালো সময়গুলোর কথাই বেশি করে ভাবতে চান। ঘরের মাঠে ১৮টি সিরিজ জয় নিয়ে ভাবতে চান, এই সিরিজ হার নিয়ে নয়। তাই বলে কি আলোচনা হবে না? আলোচনা করবেন, তবে পোস্টমর্টেম নয়। পরিষ্কার বার্তা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Rohit Sharma: 'পোস্টমর্টেম করতে বসব না', রোহিত শর্মার পরিষ্কার বার্তা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 26, 2024 | 6:40 PM

দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। আর নিউজিল্যান্ডের কাছে প্রথম বার ঘরের মাঠে সিরিজ হার। প্রশ্ন ওঠাই স্বাভাবিক। উঠছেও। তা নিয়ে অতিরিক্ত ভাবতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং ভালো সময়গুলোর কথাই বেশি করে ভাবতে চান। ঘরের মাঠে ১৮টি সিরিজ জয় নিয়ে ভাবতে চান, এই সিরিজ হার নিয়ে নয়। তাই বলে কি আলোচনা হবে না? আলোচনা করবেন, তবে পোস্টমর্টেম নয়। পরিষ্কার বার্তা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর যা বলছেন…

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘এক যুগের হিসেব ধরলে আমরা ৮০ শতাংশ ম্যাচ জিতেছি। ২০ পারসেন্ট খারাপ নিয়ে অতিরিক্তি কেন ভাবতে যাব? অবশ্যই আলোচনা হবে। তবে অপ্রয়োজনীয় চাপ নিতে চাই না। এই প্লেয়াররাই তো এতদিন জিতিয়েছে। একটা সিরিজ হেরেছি মানেই সব আলাদা হয়ে যাবে, আলাদা করে ভাবব, এটা না হওয়াই কাম্য। তিনটে খারাপ সেশন নিয়ে পারফরম্যান্স বিচার করতে চাই না। পোস্ট ম্যাচেও যেটা বললাম, প্রথম ইনিংসে ১৫০ (১৫৬) করার পরই ব্যাকফুটে ছিলাম। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিন্তু তার মানে এই নয়, মেডিক্যাল কিট বের করে কাঁটাছেড়া শুরু করব।’

নিউজিল্যান্ড আলাদা কী করেছে, যেটা ভারত করেনি? রোহিত আরও যোগ করেন, ‘স্পিনারদের বিরুদ্ধে প্যাডল সুইপ, রিভার্স সুইপ চেষ্টা করেছি। যাতে ফিল্ডিংয়ে গ্যাপ তৈরি করা যায়। নিউজিল্যান্ড সেটা ভালো করেছে। আমরা রান করার রাস্তা বের করতে পারিনি। সব বোলারের বিরুদ্ধে রিভার্স সুইপ এবং সুইপ খেলা যায় না। ব্যাটারদেরই সেই সিদ্ধান্তটা নিতে হবে। কোন বোলারের বিরুদ্ধে কী ভাবে ব্যাট করব। এই দু-ম্যাচে সেটা পারিনি। হাতে গোনা কয়েকজনের সঙ্গে সামান্য কথা প্রয়োজন। তবে ওভার রিয়্যাক্ট করতে চাই না। অনেকেই আছে, পাঁচ-ছটা ম্যাচ খেলেছে। আমরাও এরকম পরিস্থিতি কাটিয়েছি। সে সময় কোচ-ক্যাপ্টেন ভরসা দিয়েছিল। এখন এই দায়িত্বটা আমাদের নিতে হবে। অস্ট্রেলিয়া সফরেও সেটাই চেষ্টা থাকবে।’

সিরিজ হারলেও এক ম্যাচ বাকি। এরপর বর্ডার-গাভাসকর ট্রফি। সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু রোহিতের। বলছেন, ‘পরিকল্পনা পরিষ্কার থাকা প্রয়োজন, সেটাই আমরা করতে চাই। আমরা অনেকেই নিজেদের শক্তির উপর নির্ভর করেই খেলেছি, দুর্বলতা নয়। সুতরাং, শক্তির উপরই ভরসা রাখতে হবে। দুর্বলতাগুলো নিয়ে আলোচনা জরুরি তবে ৭০-৩০ পারসেন্ট রেশিও প্রয়োজন।’

এক যুগের প্রসঙ্গ আবারও উঠতেই রোহিত বললেন, ‘১২ বছরে একবার তো মেনে নেওয়াই যায়। ১২ বছর ধরে তো হয়নি। আমরাই এই অভ্যাসটা করেছিলাম, প্রত্যাশার মান অনেক উপরে। আমাদের উপর যেন প্রত্যাশা তৈরি হয়েছে, ঘরের মাঠে আমরা কোনও ভুল করতেই পারি না। ওরাও তো পরিকল্পনা করে এসেছে, সেটার বাস্তবায়ন ভালো করেছে। ১২ বছর বাদ দিলাম, গত ৪-৫ বছরও তো আমরা ভালো খেলেছি। কী ভাবে আমরা জিতেছি, সকলেই দেখেছে। নতুন প্লেয়ার উঠেছে। হারের জন্য দুঃখ পাওয়াও জরুরি, তাই বলে সব ওলট-পালট করে দেওয়ার প্রয়োজন নেই।’