Harmanpreet Kaur: ভারতকে ট্রফি জিতিয়েই কি অবসরের পথে হাঁটবেন হরমনপ্রীত কৌর?

IND W vs SA W: রবিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ বারের ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ খেলেই কি ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করবেন হরমনপ্রীত কৌর?

Harmanpreet Kaur: ভারতকে ট্রফি জিতিয়েই কি অবসরের পথে হাঁটবেন হরমনপ্রীত কৌর?
ভারতকে ট্রফি জিতিয়েই কি অবসরের পথে হাঁটবেন হরমনপ্রীত কৌর?Image Credit source: PTI

Nov 01, 2025 | 2:34 PM

কলকাতা: ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্নে একাকার। অস্ট্রেলিয়াকে হারানোর পর আনন্দে কেঁদেও ফেলেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারত যদি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ট্রফি জেতে, হ্যারি কি অবসর নেবেন? তেমন সম্ভাবনা কিন্তু অনেকেই দেখছেন। টানা ৫টা বিশ্বকাপ খেলছেন। ভারত প্রথম বিশ্বকাপ জিতলে স্বপ্নপূরণ হবে ক্যাপ্টেনের। পরের প্রজন্মের জন্য ছেড়ে দিতে পারেন জায়গা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি সেমিফাইনালের পর জানিয়ে দিয়েছেন যে, তিনি আর আইসিসি ওডিআই ইভেন্টে নামবেন না। হিলির বয়স ৩৫। তিনি অনুধাবন করেছেন, তাঁর অন্যদের সুযোগ দেওয়ার সময় এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রিকেট মহলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, হরমনপ্রীত কৌরও কি সেই পথেই হাঁটবেন? হ্যারির বয়স ৩৬। খেলেছেব ৫টি ওডিআই বিশ্বকাপ। কখনও ট্রফির স্বাদ পাননি। এ বার সেই স্বাদ মিটলে তাই হ্যারি হয়তো বড় সিদ্ধান্ত নিতে পারেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার অঞ্জুম চোপড়া ইনসাইডস্পোর্টসকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হরমনপ্রীত কৌরের অবসরের সম্ভবনা নিয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ও ১০০% এটা নিয়ে ভাবছে। প্রত্যেক প্লেয়ার জানে, তাঁরা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আবার একইসঙ্গে আমি এটাও বলছি না যে, ড্রেসিংরুমে এটা নিয়েই সর্বাধিক আলোচনা হচ্ছে।’

অঞ্জুমের কথা থেকেই পরিষ্কার, হরমনপ্রীত যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তাতে এ বার তাঁর সময় এসেছে বাকিদের সুযোগ দেওয়ার। এ বার দেখার সত্যিই রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার পরই হ্যারি ওডিআই কেরিয়ারে ইতি টানেন কি না।