AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kuldeep Yadav: জাডেজার চোট কি শাপে বর হবে কুলদীপের?

India vs England, 2nd Test: চলতি জানুয়ারিতে কুলদীপ যাদব দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। কিন্তু দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে তাঁর খেলা হয়নি। এ বার তাঁকেই হয়তো রবীন্দ্র জাডেজার বদলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যেতে পারে। অনিল কুম্বলের মতো কিংবদন্তিও তাঁকে দ্বিতীয় টেস্টে দেখতে চাইছেন।

Kuldeep Yadav: জাডেজার চোট কি শাপে বর হবে কুলদীপের?
বিশাখাপত্তনম টেস্টে জাডেজার বিকল্প কি কুলদীপ?
| Updated on: Jan 29, 2024 | 7:59 PM
Share

কলকাতা: একেই যেন বলে, কারও পৌষ মাস কারও সর্বনাশ… রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) হ্যামস্ট্রিংয়ের চোটের কারমে বিশাখাপত্তনম টেস্টে খেলতে পারবেন না। আর জাডেজার চোট কি শাপে বর হবে দেশের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের জন্য? লাল-বলের ক্রিকেটে তিনি দেশের হয়ে খেলেছেন মাত্র ৮টি ম্যাচ। তাতে রয়েছে ৩বার ফাইফার। ২০২২ সালের ডিসেম্বরে শেষ বার ভারতের জার্সিতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি জানুয়ারিতে তিনি দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। কিন্তু দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে তাঁর খেলা হয়নি। এ বার তাঁকেই হয়তো রবীন্দ্র জাডেজার বদলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যেতে পারে। অনিল কুম্বলের মতো কিংবদন্তিও তাঁকে দ্বিতীয় টেস্টে দেখতে চাইছেন।

ইংল্যান্ডকে হারাতে হায়দরাবাদে স্পিনের ফাঁদ পেতেছিলেন রোহিতরা। কিন্তু সেই ফাঁদে ভারতীয় শিবিরই ফেঁসে গিয়েছিল। হায়দরাবাদ টেস্টের ফল দেখার পরও বিশাখাপত্তনমে ঘাতক পিচই চাইছে ভারতীয় শিবির। উপ্পলে জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল বল হাতে সফল হয়েছিলেন। মহম্মদ সিরাজ তাঁর হোমগ্রাউন্ডে নজর কাড়তে পারেনি। স্বাভাবিকভাবেই সিরাজের ফর্ম রোহিত শর্মাকে ভাবাচ্ছে। এরই মাঝে রবীন্দ্র জাডেজা চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে ভারতীয় শিবিরে।

ক্রিকেটমহলে আলোচনা চলছে বিশাখাপত্তনমে ভারতের একাদশে থাকতে পারেন কুলদীপ যাদব। তেমনটা যদি হয়, তা হলে ভারতীয় শিবিরের বোলিং বৈচিত্র বাড়বে। কুলদীপ চায়নাম্যান বোলার। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলুন তেমনটা চাইছেন ভারতীয় ক্রিকেটের জাম্বোও। জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে দলে চতুর্থ স্পিনারের প্রয়োজন আছে কিনা। তবে ভারত যদি মনে করে তাদের একজন ফাস্ট বোলার দরকার তা হলে আমি বলব কুলদীপকে নিলে অবশ্যই সাহায্য হবে।’

এ বার দেখার বিশাখাপত্তনম টেস্টে ভারতের একাদশ কী হয়। প্রথম টেস্টের থেকে দু’টি পরিবর্তন যে হচ্ছেই সে কথা এক্কেবারে নিশ্চিত। কারণ, দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা পাচ্ছেন না লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজার সার্ভিস।