WPL 2025: ৫ টিমের ধুন্ধুমার লড়াই, রাত পোহালেই WPL-এর বোধন; স্মৃতির আরসিবি খেতাব ধরে রাখতে পারবে?
RCB vs GG, WPL 2025: আগামিকাল ভ্যালেন্টাইন্স ডে। এমন দিনে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অ্যাশলে গার্ডনারের গুজরাট জায়ান্টস।

কলকাতা: প্রস্তুতি পর্ব শেষ। এ বার পালা লাইটস, ক্যামেরা অ্যাকশনের। অবাক হবেন না। কোনও সিনেমার কথা বলা হচ্ছে না। তবে যা নিয়ে কথা হচ্ছে, তাতেও রয়েছে বিনোদন ঠাসা। রাত পোহালেই শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। ৫ টিমের টুর্নামেন্ট। এ বার হবে ডব্লিউপিএলের (WPL) তৃতীয় সংস্করণ। আগামিকাল ভ্যালেন্টাইন্স ডে। এমন দিনে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অ্যাশলে গার্ডনারের গুজরাট জায়ান্টস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্মৃতির আরসিবির (RCB) লক্ষ্য থাকবে শুরু থেকেই জয়ের সারণিতে থাকা। কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?
উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ কখন দেখবেন?
এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। নেই কোনও ডাবল হেডার।
টেলিভিশনে কোথায় উইমেন্স প্রিমিয়ার লিগের সরাসরি সম্প্রচার হবে?
উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলির সম্প্রচার হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে।
অনলাইনে কোথায় উইমেন্স প্রিমিয়ার লিগের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
জিও সিনেমা অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে উইমেন্স প্রিমিয়ার লিগের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
আগামিকাল থাকছে উইমেন্স প্রিমিয়ার লিগের জমকালো ওপেনিং সেরেমনি। ডব্লিউপিএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আরসিবি বনাম গুজরাট ম্যাচের ইনিংস ব্রেকে হবে ওপেনিং সেরেমনি। সেখানে পারফর্ম করবেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী মধুমন্তী বাগচি।
এ বার কি মিলবে নতুন চ্যাম্পিয়ন? উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে এই টুর্নামেন্টের খেতাব আসে আরসিবি শিবিরে। পরপর দুই বার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। এ বার দেখার সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম অধরা মাধুরী লাভ করতে পারে কিনা।
টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগের দিন ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি। মুম্বই চোটে ছিটকে যাওয়া পূজা বস্ত্রকারের পরিবর্ত হিসেবে পারুনিকা সিসোদিয়াকে নিয়েছে টিমে। আর আরসিবি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আশা শোভানার পরিবর্ত হিসেবে নিয়েছে নুজহাত পারভীনকে। গত বছর আশা আরসিবির হয়ে ভালো খেলেছিলেন। ফলে তাঁকে না পাওয়া আরসিবির কাছে বড় ধাক্কাই বলা চলে।





