AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK Preview: সুপার সান ডে-তে মহারণ, ব্যাকফুটে হরমনপ্রীতের ভারত!

ICC Women's T20 Cup 2024: এমন শুরুর পর অস্বস্তিকর পরিস্থিতিই তৈরি হয়েছে। গ্রুপে পাঁচটি দলের মধ্যে মাত্র দুটি দল সেমিফাইনালে যাবে। একটা হার মানেই ব্যাকফুটে। ভারতের পরিস্থিতি সেটাই। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।

IND vs PAK Preview: সুপার সান ডে-তে মহারণ, ব্যাকফুটে হরমনপ্রীতের ভারত!
Image Credit: X
| Updated on: Oct 05, 2024 | 7:55 PM
Share

এমন শুরুর প্রত্যাশা কেউই করেননি। প্রত্যাশার বাইরেও অনেক কিছু হয়। ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছিল ভারত। কম্বিনেশনও গোছানো। কিন্তু প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিশাল ব্যবধানে হার। এই ম্যাচ থেকে ইতিবাচক নেওয়ার কিছু নেই। সব বিভাগেই হতাশা। টপ অর্ডার ব্যর্থ, খুবই খারাপ ফিল্ডিং। বোলিংয়েও হতশ্রী পারফরম্যান্স। বিশেষ করে অভিজ্ঞ বোলারদের। প্রশ্ন উঠছে ৫-১-৫ কম্বিনেশন নিয়েও। অতিরিক্ত ব্যাটার খেলানো উচিত কিনা, এই নিয়েও জোর আলোচনা। এমন পরিস্থিতিতেই রবিবার বিকেলে পাকিস্তানের সামনে ভারত।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দৌড় এখনও অবধি ফাইনাল অবধিই সীমাবদ্ধ। এ বার কাপ জয়ের প্রবল প্রত্যাশা। তবে এমন শুরুর পর অস্বস্তিকর পরিস্থিতিই তৈরি হয়েছে। গ্রুপে পাঁচটি দলের মধ্যে মাত্র দুটি দল সেমিফাইনালে যাবে। একটা হার মানেই ব্যাকফুটে। ভারতের পরিস্থিতি সেটাই। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের দল তুলনামূলক ভাবে অনভিজ্ঞ। ২২ বছরের ফাতিমা সানা প্রথম বার বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন।

আত্মবিশ্বাসে পিছিয়ে থাকা ভারতকেই টার্গেট করছে পাকিস্তান। কয়েক মাস আগেই এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সে সময় ক্যাপ্টেন ফাতিমা সানা বলেছিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে তাঁরা শিখতে চান। হারলেও সেই শেখার কাজটা বোধ হয় করে এসেছে। সে কারণেই বিশ্বকাপের সাংবাদিক সম্মেলনে ফাতিমা বলতে পারছেন, ‘আমাদের মধ্যে কোনও স্নায়ুর চাপ নেই। প্রচুর সমর্থন থাকবে। আমরা চেষ্টা করব মাথা ঠান্ডা রেখে খেলার। চাপ নিলে কোনও কিছুই ভালো হয় না।’

পাকিস্তানের মূল চিন্তা ছিল পাওয়ার হিটিং। সেটা তারা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। ফাতিমাও বলছেন, ‘বিশ্বকাপের আগে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। সেই সিরিজে একটি ম্যাচে ৬টি এবং এরপর আটটি ছক্কাও মেরেছিলাম।’ বিশ্বকাপে প্রথম ম্যাচে ডায়না বেগের চোট কিছুটা অস্বসিতে রেখেছিল পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

ভারতীয় শিবিরে সবটাই অস্বস্তির। হারের পর সবই নেগেটিভ মনে হয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে পারফর্ম করার একটা বাড়তি তাগিদ থাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্লাড লাইটে খেলেছিল ভারত। হয়তো সে কারণেও ব্যাটাররা কিছুটা সমস্যায় পড়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিকেলের ম্যাচ। ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। কিন্তু প্রথম ম্যাচ হেরে থাকায় কিছুটা হলেও ব্যাকফুটে ভারত।

ভারত বনাম পাকিস্তান, বিকেল ৩.৩০, স্টার স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টারে সরাসরি