IND vs SL Preview: এক চিন্তা মুক্ত! এশিয়া সেরার বিরুদ্ধে অন্য চিন্তা নিয়ে নামছেন স্মৃতিরা

Oct 09, 2024 | 12:28 AM

ICC Women's T20 Cup 2024: হরমনপ্রীত কৌরের চোট এবং নেট রান রেট। শ্রীলঙ্কাকে শুধু হারালেই হবে না, ব্যবধান অনেকটা রাখতে হবে যাতে নেট রান রেটে এগিয়ে যাওয়া যায়। কারণ, এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবরও রয়েছে।

IND vs SL Preview: এক চিন্তা মুক্ত! এশিয়া সেরার বিরুদ্ধে অন্য চিন্তা নিয়ে নামছেন স্মৃতিরা
Image Credit source: ICC/Getty Images

Follow Us

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র লড়াই জমে উঠেছে। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিশাল ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এর ফলে নেট রান রেটেও ব্যাপক প্রভাব পড়েছে। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও ভারতের নেট রান রেট মাইনাসের ঘরেই রয়েছে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। ভারতীয় শিবিরে জোড়া চিন্তা। হরমনপ্রীত কৌরের চোট এবং নেট রান রেট। শ্রীলঙ্কাকে শুধু হারালেই হবে না, ব্যবধান অনেকটা রাখতে হবে যাতে নেট রান রেটে এগিয়ে যাওয়া যায়। কারণ, এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবরও রয়েছে।

এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। গত সংস্করণে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার। অধিনায়ক চামারি আতাপাত্তু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কাগজে কলমে শ্রীলঙ্কার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। যদিও এশিয়া কাপ ফাইনালের কথা ভুলছে না ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও ভারতের চিন্তা বাড়িয়েছিল হরমনপ্রীত কৌরের চোট। জয়ের দোরগোড়ায় টিম। স্টাম্পিং থেকে বাঁচতে ফুল বডি স্ট্রেচ করেছিলেন ক্যাপ্টেন হ্যারি। ওঠার সময় বেকায়দায় গলায় চোট লাগে। ভারতীয় টিমের তরফে বলা হয়েছে, ফিট হয়ে উঠেছেন হরমনপ্রীত। যদিও পূজা বস্ত্রকার এখনও ম্যাচ ফিট নন।

ভারতীয় টিমের নজর ছিল মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ বারও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ফলে নিউজিল্যান্ডের নেট রান রেট অনেকটাই কমে গিয়েছে। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পয়েন্ট টেবলে আপাতত ৪ নম্বরে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে পারলে দুইয়েও উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে। তাতেও অবশ্য সেমিফাইনালের জন্য অনেক অঙ্ক বাকি থাকবে। প্রাথমিক লক্ষ্য লঙ্কা জয়। কিন্তু এই ম্যাচে হারলে ভারতের সেমিফাইনাল স্বপ্ন ইতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Next Article