AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: অস্ট্রেলিয়া সফরে সুযোগ মিলবে? যে মন্ত্রে সাফল্য শ্রেয়স আইয়ারের…

Border-Gavaskar Trophy: টেস্ট দলে আর জায়গা হয়নি। সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তরুণরা ইংল্যান্ড সিরিজে ভালো পারফর্ম করায় টেস্টে জায়গা ধরে রাখেন। টেস্টে কামব্যাক করতে মরিয়া শ্রেয়স আইয়ার। দলীপ ট্রফিতে বড় ইনিংস পাচ্ছিলেন না। অবশেষে রঞ্জিতে সেঞ্চুরি। কামব্যাকের স্বপ্ন দেখছেন শ্রেয়স। কোন মন্ত্রে সাফল্য?

Shreyas Iyer: অস্ট্রেলিয়া সফরে সুযোগ মিলবে? যে মন্ত্রে সাফল্য শ্রেয়স আইয়ারের...
Image Credit: PTI
| Updated on: Oct 19, 2024 | 8:59 PM
Share

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন। কিন্তু দু-ম্যাচ পরই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবও হয়। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ফিট হওয়া সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলছেন না। বোর্ডের চোখ রাঙানিতে রঞ্জিতে ফিরেছিলেন। ভালো পারফরম্যান্সও করেছিলেন। কিন্তু টেস্ট দলে আর জায়গা হয়নি। সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তরুণরা ইংল্যান্ড সিরিজে ভালো পারফর্ম করায় টেস্টে জায়গা ধরে রাখেন। টেস্টে কামব্যাক করতে মরিয়া শ্রেয়স আইয়ার। দলীপ ট্রফিতে বড় ইনিংস পাচ্ছিলেন না। অবশেষে রঞ্জিতে সেঞ্চুরি। কামব্যাকের স্বপ্ন দেখছেন শ্রেয়স। কোন মন্ত্রে সাফল্য?

রঞ্জিতে সেঞ্চুরি করেই ফের টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ শ্রেয়সের। ২০২১ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এরপর আর লাল-বলে তিন অঙ্কের রানে পৌঁছতে পারছিলেন না। স্বাভাবিক ভাবেই ব্যাপক স্বস্তিতে। শ্রেয়স বলছেন, ‘এই সেঞ্চুরিটা স্পেশাল। দীর্ঘ সময় পর সেঞ্চুরি করতে পারলাম। চোটের কারণে মানসিক ভাবেও বিধ্বস্ত ছিলাম। দীর্ঘ সময় পর সেঞ্চুরিটা পেয়ে অনেকটা স্বস্তি হচ্ছে।’

এরপরই মনের কথা জানালেন শ্রেয়স। বলছেন, ‘অবশ্যই টেস্টে প্রত্যাবর্তন করতে চাই। সেই লক্ষ্যেই মুখিয়ে রয়েছি। তবে সেটা আমার হাতে নেই। আমার কাজ, ধারাবাহিক ভালো পারফর্ম করে যাওয়া। যত সম্ভব বেশি ম্যাচ থাকবে খেলার চেষ্টা করব। যাতে আমার শরীর খেলার মতো ফিট থাকে। টেস্ট খেলার সেই ইচ্ছেটা রয়েছে বলেই ঘরোয়া ক্রিকেটে যেটুকু সুযোগ পাচ্ছি, খেলে যাচ্ছি। নয়তো খেলার উৎসাহই থাকত না।’

কোন মন্ত্রে সাফল্য, তাও খোলসা করলেন শ্রেয়স। বলছেন, ‘লং ডিস্টান্স রানিংয়ে নজর দিচ্ছি। দীর্ঘ ফরম্যাটে খেলার জন্য ধৈর্য বাড়ানোয় নজর দিয়েছি। ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি মানসিক ভাবে শক্তিশালী হওয়ার দিকেও নজর দিয়েছি। নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করেছি।’ সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। মিডল অর্ডারে বিকল্প হিসেবে নিয়ে যাওয়া হতেই পারে শ্রেয়সকে। তার জন্য আরও ধারাবাহিকতা প্রয়োজন।