James Anderson: ৫০ বছর অবধি খেলতাম, যদি… IPL মেগা নিলামে নাম লিখিয়ে বলছেন ৪২ এর জিমি
এতদিন আইপিএলে খেলেননি জিমি। টেস্ট ক্রিকেটকে অবসর জানানোর পর এই প্রথম বার আইপিএল নিলামে নাম লিখিয়েছেন অ্যান্ডারসন। ক্রিকেট কেরিয়ারে নতুন অধ্যায় বুঁনতে চান জিমি। যে কারণেই নিজেকে আইপিএল নিলামে তুলছেন।
কলকাতা: কয়েকদিন আগেই জানা গিয়েছিল, পঁচিশের আইপিএলের মেগা নিলামে (IPL Auction) নাম রেজিস্টার করিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। সম্প্রতি ৪২ বছর বয়সী ইংলিশ তারকা এমনটা করার কারণ জানিয়েছেন। জিমির বেস প্রাইস ১.২৫ কোটি টাকা। ২০০৮ সাল থেকে আইপিএল চলছে। মহা ধুমধাম করে হয়েছে ১৭টা মরসুম। এতদিন আইপিএলে খেলেননি জিমি। টেস্ট ক্রিকেটকে অবসর জানানোর পর এই প্রথম বার আইপিএল নিলামে নাম লিখিয়েছেন অ্যান্ডারসন। ক্রিকেট কেরিয়ারে নতুন অধ্যায় বুঁনতে চান জিমি। যে কারণেই নিজেকে আইপিএল নিলামে তুলছেন।
স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে সম্প্রতি জিমি বলেছেন, ‘আমি আবার খেলতে চাই। নিলামে যে কারণে নাম দিয়েছি। আইপিএল নিলামে দল পাব নাকি পাব না, সেটা জানি না। তবে আমার অনুভূতি বলছে যে, আমার মধ্যে এখনও ক্রিকেট রয়েছে। আমি খেলতে খুবই আগ্রহী। নিজেকে ফিটও লাগছে। আমি এখনও বোলিং করছি। আমার মনে হচ্ছে আমি একটি ভালো জায়গায় আছি। তাই আমি কোথাও খেলার সুযোগ চাই। এখন ৪২ বছর বয়স আমার, আরও ২-৩ বছর এমনি যেতে দিতে চাই না। হয় এখনই খেলব, না হয় আর খেলব না।’
২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম। সেখানে দল পাবেন কিনা না ভাবলেও অ্যান্ডারসন ভালো কিছু আশা করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো কিছু আশা করছি। দেখা যাক কী হয়। যদি সব আমার হাতে থাকত, তা হলে ৫০ বছর বয়স অবধি খেলা চালিয়ে যেতাম।’