WPL 2023 GG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচ
Gujarat Giants vs Mumbai Indians Live Streaming: আগামী কাল থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই: ভারতে মেয়েদের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আগামী কাল, শনিবার। এতদিন ছেলেদের আইপিএল ছিল, এ বার থেকে ক্রিকেট প্রেমীরা সাক্ষী হবে মেয়েদের আইপিএলের। বহুপ্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি। ডব্লিউপিএল নিয়ে দিনদিন উত্তেজনা বাড়ছে। আগামী এক মাস চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে খেলবে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। উইমেন্স প্রিমিয়ার লিগের বোধনে, ৪ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেথ মুনির গুজরাট জায়ান্টস (Gujarat Giants) ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচ।
গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (৪ মার্চ) আগামী কাল, শনিবার হবে।
গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।
গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাট জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।