WTC FINAL, IND vs AUS : মরীচিকার পথে বিরাট-রাহানে, অজিদের ঘুম হবে তো?

IND vs AUS, WTC FINAL 2023 Day 4 Report : ক্যামেরন গ্রিনের ক্যাচ নিয়ে বিতর্ক রয়েছে। হতাশা, ক্ষোভ রয়েছে। আল্টিমেট টেস্টে সিদ্ধান্ত বদলানোর নয় তাতেও। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার থেকে আরও দায়িত্ব পূর্ণ ইনিংসের প্রত্যাশা ছিল।

WTC FINAL, IND vs AUS : মরীচিকার পথে বিরাট-রাহানে, অজিদের ঘুম হবে তো?
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jun 11, 2023 | 12:02 AM

লন্ডন : সব পরিসংখ্যান এক দিকে, প্রত্যাশা অন্য দিকে। ওভালে এখন স্বপ্ন আর বাস্তবের ফারাক। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দিন ঘটেনি। কোনও দিন যা ঘটেনি, ফের ঘটবে না তারও নিশ্চয়তা নেই। অলীক কল্পনা হলেও স্বপ্ন দেখতে দোষ কী? তার ওপর ক্রিজে যখন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে রয়েছেন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে ভারতের সামনে লক্ষ্য ৪৪৪ রান। রোহিত শর্মা-শুভমন জুটি দারুণ শুরু দেন। কিন্তু শুভমনের আউটে ছন্দপতন। ক্যামেরন গ্রিনের ক্যাচ নিয়ে বিতর্ক রয়েছে। হতাশা, ক্ষোভ রয়েছে। আল্টিমেট টেস্টে সিদ্ধান্ত বদলানোর নয় তাতেও। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার থেকে আরও দায়িত্ব পূর্ণ ইনিংসের প্রত্যাশা ছিল। রোহিত শর্মা দ্রুত গতিতেই এগোচ্ছিলেন। স্পিনার নাথান লিয়ঁ আসতেই খেই হারালেন। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ দিনের রিপোর্ট TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলির ফ্লিক, অফ ড্রাইভ। রাহানের কভার ড্রাইভ। ওভালের গ্যালারিতে এক খুদের আইসক্রিম মিশন। শুভমন গিলের ক্যাচ বিতর্ক। জমজমাট ওভাল। শেষ দিনে ওভালে সব ভালোর প্রত্যাশায় ভারত। ম্যাচের তৃতীয় দিন রাহানের পাল্টা লড়াই ও জাডেজার বোলিং, সাহস জুগিয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য ছিল। সেই লক্ষ্য অবশ্য পূরণ হয়নি। অস্ট্রেলিয়ার লিড ক্রমশ বাড়তে থাকে। দ্বিতীয় নতুন বল নেওয়ার সুযোগ হতেই নিয়ে নেন রোহিত। দ্বিতীয় নতুন বলেই ২ উইকেট মহম্মদ সামির। অ্যালেক্স ক্যারি-মিচেল স্টার্ক জুটি লোয়ার অর্ডারে ভারতের মাথা ব্যাথা হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ার লিড ক্রমশ ৪০০ পেরিয়ে যায়। কখন ইনিংস ডিক্লেয়ার করবে, জল্পনা চলছিল। স্টার্কের হাফসেঞ্চুরির সম্ভাবনা থাকায় মনে করা হয়েছিল, তারই অপেক্ষা চলছে। অবশেষে ৪৪৩ রানের লিড এবং প্যাট কামিন্সের আউটে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ৬৬ রানে অপরাজিত থাকেন।

টেস্টের ইতিহাসে সর্বাধিক ৪১৮ রান তাড়া করে জয়ের নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাহলে ভারত আর ২৬ রান বেশি করতে পারবে না! প্রথম ইনিংসে টপ অর্ডারের পারফরম্যান্স কোনও ভাবেই আশানুরূপ নয়। তবে দ্বিতীয় ইনিংস শুভমন-রোহিতের নতুন শুরু। প্রথম ইনিংসে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হয়েছিলেন। ভুল শুধরে ভালো খেলছিলেন। একশো স্ট্রাইকরেট। রোহিতও বিধ্বংসী মেজাজে। বিতর্কিত সিদ্ধান্তে ফিরলেন শুভমন। দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ক্যাপ্টেন্স নক বলতে যা বোঝায়, তেমনই ইনিংস খেলছিলেন। অফস্পিনার নাথান লিয়ঁ আক্রমণে আসতেই খেই হারালেন। সোজা ব্যাটে যখন রান আসছে, সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর রোহিত। প্রথম ইনিংসে উইকেট উপহার দিয়ে এসেছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসেও অপ্রয়োজনীয় এবং ভুল শট বাছাইয়ে আউট।

বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে ফের ইনিংস মেরামতির কাজে মন দেন। দিনের শেষে ১১৮ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি। বিরাট অপরাজিত ৪৪ রানে। শেষ দিন ভারতের প্রয়োজন আরও ২৮০ রান। ক্রিজে রাহানের সঙ্গে বিরাট, অস্ট্রেলিয়ার অনিদ্রায় কাটবে রাত।