IPL 2021: বিধ্বংসী ইনিংসের পর ব্যাটে ধোনির সই নিলেন যশস্বী

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 03, 2021 | 2:09 PM

যশস্বী জানান, এটাই তাঁর জীবনের সেরা প্রাপ্তি। তিনি বলেন, 'ম্যাচের পর আমি ধোনির কাছে আমার ব্যাটটা নিয়ে যাই। ওখানে সই করে দিতে বলি ধোনিকে। আর এটাই আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আমি খুব খুশি হয়েছি।'

IPL 2021: বিধ্বংসী ইনিংসের পর ব্যাটে ধোনির সই নিলেন যশস্বী
যশস্বী জসওয়াল। ছবি: টুইটার

Follow Us

আবু ধাবি: শনি রাতে বড় রান তাড়া করতে নেমেও অনায়াসে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। সৌজন্যে যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) ও লুইসের দাপুটে ওপেনিং ব্যাটিং। পরে বাকি কাজটা করে দেন শিবম দুবে (Shivam Dube)। তবে শুরুতে যশস্বী জসওয়ালের বিস্ফোরক ইনিংসই ম্যাচ জিততে সাহায্য করে রাজস্থানকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ বার করে নেয় রাজস্থান রয়্যালস। ২১ বলে ৫০ করেন যশস্বী। দুবে করেন ৪২ বলে অপরাজিত ৬৪। আর এই দুই ব্যাটারের বিধ্বংসী ইনিংসের সুবাদে প্লে অফের পথে এখনও টিকে আছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

ইনিংসে ৩টে ছয় আর ৬টা চার মারেন যশস্বী। হ্যাজেলউড, শার্দূল ঠাকুর, স্যাম কারানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন। মুম্বইয়ের বাঁ-হাতি ব্যাটারের দাপুটে ইনিংস দেখার পর ম্যাচ শেষে তাঁর ব্যাটে সই করেন মহেন্দ্র সিং ধোনি। যশস্বী জানান, এটাই তাঁর জীবনের সেরা প্রাপ্তি। তিনি বলেন, ‘ম্যাচের পর আমি ধোনির কাছে আমার ব্যাটটা নিয়ে যাই। ওখানে সই করে দিতে বলি ধোনিকে। আর এটাই আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আমি খুব খুশি হয়েছি।’

 

একটি ভিডিও পোস্টে যশস্বী বলেন, ‘আমি প্রথমে উইকেটটা দেখে নিই। মাথার ওপর ১৯০ রানের টার্গেট ছিল। তবে বড় স্কোর যখন হয়েছে, তখন ধারণাই করে ফেলি এটা ব্যাটিং উইকেট। আর তাই শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করি। খারাপ বলগুলোর সুযোগ নিই। শুরুটা ভালো হওয়ায় রান তাড়া করতে বাকিদের আর অসুবিধে হয়নি।’

ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিবম দুবে। ৪২ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে সাজানো ৪টে চার আর ৪টে ছয়। মইন আলি, স্যাম কারান কেউই প্রতিরোধের মুখে ফেলতে পারেননি শিবমকে। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন আমরা ভালো জায়গায় ছিলাম। আমি আমার স্বাভাবিক খালাটাই খেলে যেতে চেয়েছিলাম। আর তাতেই সফল হয়েছি।’

 

আরও পড়ুন: IPL 2021: রান হজমের চেয়ে উইকেট নেওয়ার দিকেই বেশি ফোকাস করি: আবেশ

Next Article