Yashasvi Jaiswal: বোধোদয়! তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের হঠাৎই ইউ-টার্ন

Indian Cricket News: ইংল্যান্ড সফরে ওপেনিং নিয়েও প্রশ্ন থাকছে। যশস্বীর সঙ্গে কি ওপেনিংয়ে ফিরতে চলেছেন শুভমন গিল? এত প্রশ্নের মাঝে ইউ-টার্ন নিলেন দেশের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। একে কি যশস্বীর বোধোদয় বলা যায়?

Yashasvi Jaiswal: বোধোদয়! তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের হঠাৎই ইউ-টার্ন
Image Credit source: PTI FILE

May 09, 2025 | 5:21 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শেষে জুনে ইংল্যান্ড সফর রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এই সফরে ভারতের টেস্ট টিমে নতুন ক্যাপ্টেন দেখা যাবে। তেমনই ওপেনিং নিয়েও প্রশ্ন থাকছে। যশস্বীর সঙ্গে কি ওপেনিংয়ে ফিরতে চলেছেন শুভমন গিল? এত প্রশ্নের মাঝে ইউ-টার্ন নিলেন দেশের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। একে কি যশস্বীর বোধোদয় বলা যায়?

আইপিএলের মাঝেই শিরোনামে জায়গা করে নিয়েছিল যশস্বী জয়সওয়ালের সিদ্ধান্ত। তিনি জানিয়েছিলেন, মুম্বই নয়, ঘরোয়া ক্রিকেটে তিনি গোয়ার হয়ে খেলবেন। সেখানে তাঁকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সে কারণেই গোয়ার পথে বলে জানিয়েছিলেন যশস্বী। এর কারণ হিসেবে অনেক কিছুই উঠে আসছিল। অজিঙ্ক রাহানের মতো সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ঝামেলার জেরও মনে করা হচ্ছিল। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে ছাড়পত্র চেয়েছিলেন যশস্বী। তাঁকে ছাড়পত্র দিয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থা। যে টিম থেকে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নিয়েছিলেন, জাতীয় দলে সুযোগ পেয়েছেন, সেখান থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত সকলকেই অবাক হয়েছিলেন। সেই যশস্বীর ইউ-টার্ন?

মুম্বই ক্রিকেট সংস্থার কাছে ভারতের এই তরুণ ওপেনার অনুরোধ করেছেন, তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলা চালিয়ে যেতে চান। যদিও মুম্বই ক্রিকেট সংস্থার তরফে এখনই কোনও ইতিবাচক জবাব দেওয়া হয়নি তাঁকে। মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অভয় হাদপ জানিয়েছেন, যশস্বীর অনুরোধ করেছে মুম্বইয়ের হয়ে খেলা চালিয়ে যেতে দেওয়া হোক। যদিও মুম্বই ক্রিকেট সংস্থা কোনও তাড়াহুড়ো করতে নারাজ। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হতে এখনও অনেক সময় বাকি। যশস্বী মুম্বই ক্রিকেট সংস্থাকে আরও জানিয়েছেন, ছাড়পত্র নিলেও সেটা বিসিসিআই কিংবা গোয়া ক্রিকেট সংস্থাকে এখনও জমা দেননি।