AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: কেরিয়ারে সপ্তম সেঞ্চুরি, সচিন-ব্র্যাডম্যানের বন্ধনীতে ঢুকবেন বাঁ হাতি ওপেনার যশস্বী?

শুরুটা করেছিলেন ধীরে। আগের টেস্টে বড় আসেনি বলেই সাবধানী ব্যাটিং করেছেন শুরুর দিকে। কিন্তু লোকেশ রাহুল আউট হতেই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তারপর থেকেই দ্রুত রান তুলেছেন যশস্বী। শেষ পর্যন্ত ১৪৫ বলে সেঞ্চুরি করেছেন।

Yashasvi Jaiswal: কেরিয়ারে সপ্তম সেঞ্চুরি, সচিন-ব্র্যাডম্যানের বন্ধনীতে ঢুকবেন বাঁ হাতি ওপেনার যশস্বী?
কেরিয়ারে সপ্তম সেঞ্চুরি, সচিন-ব্র্যাডম্যানের বন্ধনীতে ঢুকবেন বাঁ হাতি ওপেনার যশস্বী?Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 10, 2025 | 4:04 PM
Share

কলকাতা: বয়স মাত্র ২৩। তাতে কী, এই বয়সেই বিশ্ব শাসন করছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ৩৬ করেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান এল তাঁর ব্যাট থেকে। সবচেয়ে বড় কথা হল, বিরাট কোহলির শহর দিল্লিতেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উড়িয়ে দিলেন। সব মিলিয়ে কেরিয়ারে এটা যশস্বীর সপ্তম সেঞ্চুরি। ঘরের মাঠে তৃতীয়। মুম্বইয়ের হয়ে উত্থান। রঞ্জিতে জাত চিনিয়েছিলেন নিজের। আইপিএলেও দিয়েছেন সেরা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দেশের হয়ে একাদশে নেমেই নিজেকে প্রমাণ করেছেন। দেশ হোক আর বিদেশ, ওপেনার যশস্বী এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার।

শুরুটা করেছিলেন ধীরে। আগের টেস্টে বড় আসেনি বলেই সাবধানী ব্যাটিং করেছেন শুরুর দিকে। কিন্তু লোকেশ রাহুল আউট হতেই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তারপর থেকেই দ্রুত রান তুলেছেন যশস্বী। শেষ পর্যন্ত ১৪৫ বলে সেঞ্চুরি করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ করে ক্রিজে রয়েছেন। মেরেছেন ১৯টা চার। কোনও ক্যারিবিয়ান বোলারই তাঁকে থামাতে পারেননি। সেঞ্চুরিতেই থামতে চান না যশস্বী, দেখেই বোঝা যাচ্ছে। বড় রানের হাতছানি রয়েছে যশস্বীর ব্যাটে। তাঁর সঙ্গে তিন নম্বরে নামা সাই সুদর্শনও চমৎকার খেলছেন। ইতিমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন। ৭১ করে রয়েছেন ক্রিজে। সুদর্শন সেঞ্চুরি করলে কিন্তু ফিরোজ শাহ কোটলা জোড়া সেঞ্চুরির সাক্ষী থাকবে।

যশস্বী কিন্তু ঘরের মাঠে ২০২৪ সালে ইংল্যান্ড সিরিজের পর এই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন। ২৩ বছর বয়সে ১২টা সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের। অজি কিংবদন্তির পরই রয়েছেন সচিন তেন্ডুলকর। মাস্টারব্লাস্টারের রয়েছে ১১টা সেঞ্চুরি। তাঁর পর গ্যারি সোবার্স, ৯টা সেঞ্চুরি। তালিকার চার ন্বরে যশস্বী। ভারতীয় হিসেবে সচিনের পরই। যদি আর ৫টা সেঞ্চুরি করতে পারেন, তা হলে ডনের অবিশ্বাস্য রেকর্ডে ভাগ বসাবেন ভারতের তরুণ ক্রিকেটার।