Arjun Tendulkar: তিন মাসেই গেইল হয়ে উঠবেন সচিনপুত্র অর্জুন? যোগরাজ সিং যা বললেন…

দু-বছর যোগরাজ সিংয়ের কাছে ট্রেনিং নিয়েছেন অর্জুন। যোগরাজের কোচিংয়েই উত্থান হয়েছিল তাঁর ছেলে যুবরাজ সিংয়ের। অর্জুনকে নিয়েও একই রকম স্বপ্ন দেখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Arjun Tendulkar: তিন মাসেই গেইল হয়ে উঠবেন সচিনপুত্র অর্জুন? যোগরাজ সিং যা বললেন...
তিন মাসেই গেইল হয়ে উঠবেন সচিনপুত্র অর্জুন? যোগরাজ সিং যা বললেন...Image Credit source: X

Apr 24, 2025 | 8:20 PM

কলকাতা: সচিনের জন্মদিনে, তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে মুখ খুললেন যোগরাজ সিং (Yograj Singh)। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং অভিনেতা যোগরাজ সিংয়ের মতে, ক্রিস গেইলের মতো বিস্ফোরক ব্যাটার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্জুন তেন্ডুলকরের। দু-বছর যোগরাজ সিংয়ের কাছে ট্রেনিং নিয়েছেন অর্জুন। যোগরাজের কোচিংয়েই উত্থান হয়েছিল তাঁর ছেলে যুবরাজ সিংয়ের। অর্জুনকে নিয়েও একই রকম স্বপ্ন দেখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সচিনপুত্রকে নিয়ে ঠিক কী বললেন যোগরাজ?

মাস্টার ব্লাস্টারের ছেলে অর্জুনকে নিয়ে যুবির বাবা বলেছেন, ‘অর্জুনের কথা বলতে গেলে, আমার মনে হয় ওর বোলিংয়ে কম, বরং ব্য়াটিংয়ে বেশি মনোনিবেশ করা উচিত। যেহেতু সচিন আর যুবরাজ খুবই ঘনিষ্ট, সেই সূত্রেই যদি যুবরাজ ওকে ট্রেনিং দেয়, তা হলে তিন মাসেই অর্জুন পরের ক্রিস গেইল হয়ে উঠবে। কখনও কখনও, ফাস্ট বোলাররা স্ট্রেস ফ্র্যাকচারের সম্মুখীন হয়।’

মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার অর্জুন তেন্ডুলকর যখন রঞ্জি ট্রফিতে মুম্বই থেকে গোয়ার দলে গিয়েছিলেন তখন দু’বছর যোগরাজ সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। তার পরেই রাজস্থানের বিরুদ্ধে গোয়ার হয়ে ডেবিউ ম্যাচে শতরান করেছিলেন। হয়তো খুব কম সময়ের জন্যই একসঙ্গে ছিলেন যোগরাজ সিং ও অর্জুন তেন্ডুলকর, তাও অর্জুনের অসীম দক্ষতা রয়েছে বলে মনে করছেন যোগরাজ সিং। এ বার দেখার যুবরাজের বাবার পরামর্শ ঠিক কেমন ভাবে নেন অর্জুন? বোলার অর্জুন পুরোদস্তুর ব্যাটার হন কিনা, সেদিকেও নজর থাকবে।