
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার মাঠে ধুন্ধুমার লড়াই দেখা যাচ্ছে। হাতে গোনা কয়েকটি একপেশে ম্যাচ দেখা গিয়েছে। এ মরসুমে বেশির ভাগ ম্যাচই হয়েছে রুদ্ধশ্বাস। মাঠে বিতর্ক? সেই অর্থে হয়নি। পিচ নিয়ে কিছুটা মাত্র। ব্যক্তি আক্রমণের মতো কিছু হয়নি। কিন্তু কমেন্ট্রি বক্সে তার চেয়েও বেশি ধুন্ধুমার। প্রাক্তন ক্রিকেটাররা একে অপরকে কটু কথাও বলতে ছাড়ছেন না। তর্ক-বিতর্ক তাও আবার লাইভ কমেন্ট্রিতেই! এ বার ‘গিরগিটি’ বিতর্কে দেশের দুই প্রাক্তন ক্রিকেটার।
নভজ্যোৎ সিং সিধু এবং অম্বাতি রায়ডু। দেশের দুই প্রাক্তন ক্রিকেটার। অম্বাতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অতি পরিচিত নাম। খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তবে দীর্ঘ সময় কেটেছে চেন্নাই সুপার কিংসেই। এই দলের প্রতি তিনি যে একটু বেশিই ‘লয়্যাল’ ধারাভাষ্যে বারবার প্রকাশ পায়। অন এয়ারে আরসিবির মতো টিমকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন। সঞ্জয় বাঙ্গারের মতো প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। তেমনই নভজ্য়োৎ সিধুর মতো প্রাক্তনের সঙ্গেও। সিধু নাকি বারবার দলবদল করেন, যে কারণে তাঁকে ‘গিরগিটি’ বলে বিতর্ক উস্কে দেন অম্বাতি রায়ডু।
কমেন্ট্রি বক্সে মজা নতুন বিষয় নয়। সেটা অনেক সময়ই ‘বিলো দ্য বেল্ট’ হয়ে যায়। এক্ষেত্রেও যেন তেমনই। অম্বাতি রায়ডুর কথায় যারপর নাই ক্ষুব্ধ সিধুও। তবে চিরাচরিত মজার ছলেই এর জবাব দেন। পরিষ্কার বলেন, ‘এই বিশ্বে যদি কেউ গিরগিটির মতো হয়, সেটা তো তোমার আরাধ্যদেব।’ এখানে আরাধ্যদেব বলতে যে চেন্নাই সুপার কিংস কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের কোনও তারকা প্লেয়ারের কথা বলা হচ্ছে, অনুমান করাই যায়। অম্বাতি রায়ডু যে চেন্নাই সুপার কিংস এবং তাঁর আর এক প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সের প্রতি বেশিই দুর্বল, নানা কথাতেই পরিষ্কার।
Ambati Rayudu’s idol is Chameleon
– Navjot Singh Sidhu pic.twitter.com/YKoNFdNv1e
— Satish Mishra 🇮🇳 (@SATISHMISH78) April 9, 2025