AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: ২২ গজে এ বার প্রবেশ সিঙ্ঘম অজয়ের, মাঠ কাঁপাতে তৈরি লি-যুবিরা

এ বছর এজবাস্টনে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (World Championship of Legends) টুর্নামেন্ট। আর এই টি-২০ টুর্নামেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে। ক্রিকেটের পাওয়ার হাউস - ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের অবসর নেওয়া এবং চুক্তিহীন ক্রিকেটারদের এখানে খেলতে দেখা যাবে।

Cricket: ২২ গজে এ বার প্রবেশ সিঙ্ঘম অজয়ের, মাঠ কাঁপাতে তৈরি লি-যুবিরা
Cricket: ২২ গজে এ বার প্রবেশ সিঙ্ঘম অজয়ের, মাঠ কাঁপাতে তৈরি লি-যুবিরা
| Updated on: Feb 01, 2024 | 11:46 PM
Share

কলকাতা: আবার ২২ গজ কাঁপানোর জন্য তৈরি যুবরাজ সিং (Yuvraj Singh), ব্রেট লি, শাহিদ আফ্রিদিরা। কি ভাবছেন, অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরছেন এই তারকা ক্রিকেটাররা? তেমনটা কিন্তু নয়। আসলে এ বছর এজবাস্টনে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (World Championship of Legends) টুর্নামেন্ট। আর এই টি-২০ টুর্নামেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে। ক্রিকেটের পাওয়ার হাউস – ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের অবসর নেওয়া এবং চুক্তিহীন ক্রিকেটারদের এখানে খেলতে দেখা যাবে। বলিউড তারকা অজয় দেবগন (Ajay Devgn) এই টি-২০ লিগে বিনিয়োগও করেছেন।

এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ঠিক যেন হতে চলেছে একাধিক ক্রিকেটারদের রিইউনিয়ন। ৩ জুলাই থেকে শুরু হবে এই টি-২০ টুর্নামেন্ট। যা চলবে ১৮ জুলাই অবধি। এখানে খেলতে দেখা যাবে – যুবরাজ সিং, সুরেশ রায়না, কেভিন পিটারসেন, শাহিদ আফ্রিদি, ব্রেট লি এবং আরও অনেক ক্রিকেটারকে।

এই টুর্নামেন্টে বিনিয়োগ করে বলিউড তারকা অজয় দেবগন বলেছেন, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে, বিখ্যাত ক্রিকেট কিংবদন্তিদের আবার অ্যাকশনে দেখা মানে একটা স্বপ্ন সত্যি হওয়া। এই টুর্নামেন্টটি শুধুমাত্র ক্রিকেটের নস্টালজিয়াই নিয়ে আসে না। বরং সিনেমা ও ক্রিকেটের মধ্যে একটি অনন্য সহযোগিতাকেও চিহ্নিত করে। বিশ্বব্যাপী ভক্তদের এই টুর্নামেন্ট আনন্দ দেবে আশা করি।’

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ফাউন্ডার হর্ষিত তোমর বলিউড তারকা অজয় দেবগনের সঙ্গে এই টুর্নামেন্টের যোগ হওয়ার আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অজয় দেবগন এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আমরা রোমাঞ্চিত। খেলার প্রতি তাঁর আবেদ এবং ক্রিকেটের প্রচারের জন্য তাঁর প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। আমরা নিশ্চিত ২০২৪ সালের ডব্লিউসিএল সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে।’