Yuvraj Singh: অ্যাডভেঞ্চার সফরে লাইগার যুবরাজ দড়ি টানাটানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 4:17 PM

ক্রিকেট ছেড়েছেন। কিন্তু অ্যাডভেঞ্চার ছাড়ার বান্দা তিনি নন। তাই মাঝে মাঝেই এমন কাজ করেন যা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়ে ওঠে।

Yuvraj Singh: অ্যাডভেঞ্চার সফরে লাইগার যুবরাজ দড়ি টানাটানি
Yuvraj Singh: অ্যাডভেঞ্চার সফরে লাইগার যুবরাজ দড়ি টানাটানি

Follow Us

দুবাই: ক্রিকেট ছেড়েছেন। কিন্তু অ্যাডভেঞ্চার ছাড়ার বান্দা তিনি নন। তাই মাঝে মাঝেই এমন কাজ করেন যা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়ে ওঠে। ছুটি কাটাতে এখন দুবাইয়ে যুবরাজ সিং (Yuvraj Singh)। সঙ্গে বেশ কয়েকজন বন্ধু। সবাই মিলে পৌঁছে গেলেন ফেম পার্কে (Fame Park)। সেখানেই লাইগারের (Liger) সঙ্গে টাগ অব ওয়ার।

সিংহ (লায়ন) ও বাঘের (টাইগার) সংকর প্রজাতি ‘লাইগার’। যুবরাজ ও তাঁর বন্ধুদের হাতে দড়ির একটা দিক। আরেকটা দিকে লাইগারের মুখে। এই দড়ি টানাটানি শেষে যুবরাজ গলায় তুলে নিলেন প্রকান্ড একটি সাপ। একই সঙ্গে ভাল্লুক, বাঁদরের মত বন্য প্রাণীদের খাওয়ালের। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যুবি। লিখেছেন,”টাইগার বনাম লাইহার। ফলাফলটা সবারই জানা। ভয়কে জয় করে বন্য প্রাণ ও জঙ্গালে একটা দারুণ অভিজ্ঞতা।”

ফেম পার্ক সম্পর্কে যুবরাজ লিখেছেন, ”ফেম পার্ক সুরক্ষিত জায়গা। সব প্রাণীর জন্য একটা সুরক্ষিত আস্তানা। কেয়ারটেকাররা সবাই প্রশিক্ষিত। এই ভিডিও তোলার সময় কোনও প্রাণীর ক্ষতি করা হয়নি।”

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার বা ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় খুব বেশি দেখা যায় না যুবরাজকে। বরং অনেক তিনি অনেক বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে ছবি পোস্টা করা হোক বা ব্রডকে ছয় ছক্কা হাঁকানোর দিন মজার ভিডিও পোস্ট করা। যুবরাজ আছেন রাজার মেজাজে।

আরও একটা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সামনে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ২০০৭ সালের সেই ছবিগুলোই আবার ফিরে পেতে চাইবেন সন্দেহ নেই। যুবরাজও হয়তো সেটাই চান।

আরও পড়ুন: RCB vs PBKS LIVE Score, IPL 2021: আরসিবিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোহলি-পাড়িক্কাল জুটি

Next Article