RCB vs PBKS, IPL 2021 Match 48 Result: পঞ্জাবকে হারিয়ে প্লে অফে বিরাটের আরসিবি

| Edited By: | Updated on: Oct 03, 2021 | 7:27 PM

RCB vs PBKS Live Score: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs PBKS, IPL 2021 Match 48 Result: পঞ্জাবকে হারিয়ে প্লে অফে বিরাটের আরসিবি
প্লে অফে বিরাটের আরসিবি (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

শারজা: আজ, রবিবার আইপিএলের (IPL) ৪৮তম ম্যাচে শারজায় মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। পয়েন্ট টেবলের তিন ও পাঁচ নম্বরে থাকা দুই দলের লড়াই আজ।

টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি (RCB) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রানে থামল বিরাটের আরসিবি। পঞ্জাবের টার্গেট ছিল ১৬৫। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে পঞ্জাব (PBKS)। ৬ রানে জয়ী আরসিবি। কেএল রাহুলের পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফের জায়গা পাকা করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল আরসিবি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Oct 2021 07:18 PM (IST)

    ৬ রানে জয়ী আরসিবি

    কেএল রাহুলের পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফের জায়গা পাকা করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

  • 03 Oct 2021 07:12 PM (IST)

    রান আউট শাহরুখ

    শেষ বেলায় এসে রান আউট হলেন শাহরুখ খান। ১৬ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 03 Oct 2021 07:00 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১২৮। জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ৩৭ রান

  • 03 Oct 2021 06:59 PM (IST)

    মার্করাম আউট

    জর্জ গার্টন তুলে নিলেন এইডেন মার্করামের উইকেট। ২০ রান করে মাঠ ছাড়লেন মার্করাম

  • 03 Oct 2021 06:53 PM (IST)

    সরফরাজ আউট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন সরফরাজ খান। যুজবেন্দ্র চাহাল আরসিবিকে চতুর্থ উইকেট এনে দিলেন।

    ১৬ ওভারে পঞ্জাব ১২১/৪

  • 03 Oct 2021 06:50 PM (IST)

    মায়াঙ্ক আউট

    ৫৭ রান করে সাজঘরে ফিরলেন পঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তৃতীয় উইকেট হারাল পঞ্জাব

  • 03 Oct 2021 06:49 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১১৩/২

    জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ৫২ রান

  • 03 Oct 2021 06:35 PM (IST)

    নিকোলাস পুরান আউট

    মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান। যুজবেন্দ্র চাহাল আরসিবিকে এনে দিলেন দ্বিতীয় উইকেট

  • 03 Oct 2021 06:34 PM (IST)

    মায়াঙ্কের হাফসেঞ্চুরি

    আরসিবির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগরওয়াল

  • 03 Oct 2021 06:24 PM (IST)

    কেএল রাহুল আউট

    শাহবাজ আহমেদের বলে পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল আউট হলেন। ৩৯ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব ক্যাপ্টেন

  • 03 Oct 2021 06:21 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৮১/০

    খেলা বাকি ১০ ওভারের। পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ৮৪ রান

  • 03 Oct 2021 06:09 PM (IST)

    ওপেনিং জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ

    আরসিবির বিরুদ্ধে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল

  • 03 Oct 2021 06:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৯। পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ১১৬ রান

  • 03 Oct 2021 05:46 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ১৯/০

    কোনও তাড়াহুড়ো না করে এগোচ্ছে পঞ্জাব

  • 03 Oct 2021 05:30 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল

  • 03 Oct 2021 05:15 PM (IST)

    ১৬৪ রানে আটকে গেল আরসিবি

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রানে থামল বিরাটের আরসিবি। পঞ্জাবের টার্গেট ১৬৫।

  • 03 Oct 2021 05:10 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    মহম্মদ শামির বলে আউট হয়ে মাঠ ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাজঘরে ফিরলেন ম্যাক্সি

  • 03 Oct 2021 05:03 PM (IST)

    রান আউট এবিডি

    ম্যাক্সওয়েলের সঙ্গে ভালো ভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবি। ১৮.২ ওভারে রান আউট হয়ে বসলেন মিস্টার ৩৬০ ডিগ্রি

  • 03 Oct 2021 05:01 PM (IST)

    ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরি

    শারজায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল

  • 03 Oct 2021 04:56 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ এবিডি-ম্যাক্সির

  • 03 Oct 2021 04:54 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে আরসিবির স্কোর ১৩২/৩

    ম্যাক্সওয়েল ৪৩*, এবিডি ১৭*

  • 03 Oct 2021 04:44 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১০৯/৩

    খেলা বাকি ৫ ওভারের। পঞ্জাবকে কত টার্গেট দিতে পারবে ব্যাঙ্গালোর?

  • 03 Oct 2021 04:31 PM (IST)

    দেবদত্ত পাড়িক্কাল আউট

    তৃতীয় উইকেট হারাল আরসিবি। ৪০ রান করে মোইসেস হেনরিকসের শিকার হলেন আরসিবি ওপেনার পাড়িক্কাল।

  • 03 Oct 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৬৯/২

    দেবদত্তের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট। তবে হেনরিকস জোড়া ঝটকা দিলেন আরসিবিকে।  ১০ ওভারে বিরাটদের স্কোর ২ উইকেটে ৬৯।

  • 03 Oct 2021 04:23 PM (IST)

    ক্রিশ্চিয়ান আউট

    দ্বিতীয় উইকেট হারাল আরসিবি। বিরাট কোহলির পর ক্রিজে আসা নতুন ব্যাটার ড্যান ক্রিশ্চিয়ানের উইকেট তুলে নিলেন মোইসেস হেনরিকস

  • 03 Oct 2021 04:20 PM (IST)

    বিরাট আউট

    ২৫ রান করে মোইসেস হেনরিকসকে উইকেট দিয়ে বসলেন বিরাট কোহলি। প্রথম উইকেট হারাল আরসিবি

  • 03 Oct 2021 03:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল আরসিবি। কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারে স্কোর বোর্ডে ৫৫ রান তুলেছেন বিরাটরা।

  • 03 Oct 2021 03:53 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪২/০

    কোনও উইকেট না খুইয়ে রাহুলদের বিরুদ্ধে এগোচ্ছে বিরাট-দেবদত্ত

  • 03 Oct 2021 03:45 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ২৪/০

    ভালো শুরু আরসিবির ওপেনিং জুটির

  • 03 Oct 2021 03:30 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল

  • 03 Oct 2021 03:14 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাবে তিন পরিবর্তন। পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়ল, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, সরফরাজ খান, শাহরুখ খান, মোইসেস হেনরিকস, হরপ্রীত বরার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

  • 03 Oct 2021 03:10 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 03 Oct 2021 03:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল আরসিবি। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি

  • 03 Oct 2021 02:55 PM (IST)

    নজরে পঞ্জাবের ওপেনিং জুটি

  • 03 Oct 2021 02:54 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে আরসিবি জিতেছে ১২ বার। পঞ্জাব জিতেছে ১৫ বার।

  • 03 Oct 2021 02:50 PM (IST)

    বিরাটের ব্যাট আজ জ্বলে উঠবে কি?

Published On - Oct 03,2021 2:45 PM

Follow Us: