IPL 2022: রানে ফিরতে বিরাটকে বিশেষ টোটকা যুবির

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 28, 2022 | 4:30 PM

২০১১ বিশ্বকাপের নায়ক বলেন, 'বিরাটের উচিত খোলা মনে খেলা। ও যদি নিজেকে বদলাতে চায়, তাহলে আগের মতো খোলা মনে খেলুক। ঠিক যেমনটা ওর খেলায় প্রতিফলন হত। ও নিজেকে প্রমাণ করেছে। ওর সময়ে ওই সেরা। বিগত কয়েক বছর ধরে যে ভাবে কঠোর পরিশ্রম করে আসছে। আর সেটা ওর খেলায় প্রতিফলনও হয়েছে।'

IPL 2022: রানে ফিরতে বিরাটকে বিশেষ টোটকা যুবির
বিরাটকে নিয়ে মন্তব্য যুবির। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ধারাবাহিক ভাবে ব্যর্থ। আন্তর্জাতিক ম্যাচ থেকে আইপিএলের (IPL 2022) মঞ্চ, ব্যর্থতার রেশ চলছেই। অনেক বিশেষজ্ঞই কলম ধরেছেন বিরাটের ব্যর্থতা। রবি শাস্ত্রী যেমন পরামর্শ দিয়েছেন, কয়েকদিনের বিশ্রাম নিয়ে ফের ক্রিকেটে ফিরতে। টানা বায়ো বাবল আর ক্রিকেটই কি বিরাটের খারাপ ফর্মের কারণ? প্রশ্ন উঠছে সব মহলে। রান মেশিনের হঠাৎ হলটা কী? ৩ বছর হতে চলল, বিরাট ম্যাজিক ফিকে হওয়ার পথে। ২২ গজে ফের কবে কামব্যাক করবেন কিং কোহলি? উত্তর খুঁজছেন বিরাট ভক্তরাও। রানে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিরাট নিজেও। ব্রায়ান লারার কাছে বিশেষ ক্লাসও নিয়েছেন কোহলি। শেষ ৫ ইনিংসে বিরাটের স্কোর ৯, ০, ০, ১২, ১। এর মধ্যে দুটো ম্যাচেই গোল্ডেন ডাক হয়েছেন। কিং কোহলির জন্য এ বার পরামর্শ যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও এক দলের জার্সিতে খেলেছেন বিরাট আর যুবরাজ। বিরাটের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভালো। কোহলির জন্য এ বার বিশেষ পরামর্শ যুবির।

 

২০১১ বিশ্বকাপের নায়ক বলেন, ‘বিরাটের উচিত খোলা মনে খেলা। ও যদি নিজেকে বদলাতে চায়, তাহলে আগের মতো খোলা মনে খেলুক। ঠিক যেমনটা ওর খেলায় প্রতিফলন হত। ও নিজেকে প্রমাণ করেছে। ওর সময়ে ওই সেরা। বিগত কয়েক বছর ধরে যে ভাবে কঠোর পরিশ্রম করে আসছে। আর সেটা ওর খেলায় প্রতিফলনও হয়েছে।’

 

ভারতের প্রাক্তন অলরাউন্ডার আরও বলেন, ‘এই পারফরম্যান্সে ও নিজেও খুশি নয়। সমর্থকরা তো নয়ই। আমরা দেখেছি কি ভাবে ও একটা আলাদা জগত তৈরি করেছে। ম্যাচের পর ম্যাচে সেঞ্চুরি করেছে। তবে যে কোনও শ্রেষ্ঠ ক্রিকেটারের কাছেই খারাপ সময় আসে।’

 

বিরাটের ব্যাট থেকে বড় রান দেখার আশায় ক্রিকেটপ্রেমীরাও। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার ব্র্যাবোর্নে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবেন কোহলিরা।

 

 

আরও পড়ুন: IPL 2022: মুম্বই ম্যাচে শেন ওয়ার্নকে বিশেষ সম্মান রাজস্থান রয়্যালসের

Next Article