Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে বেসামাল কেন্ট, পৃথ্বী শ বলছেন, ‘দ্য ম্যাজিশিয়ান’

Watch Video: কাউন্টিতে ওয়ান ডে ম্যাচে কেন্টের বিরুদ্ধে ১০ ওভারে ৫টি মেডেন সহ মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তাঁর দাপুটে পারফরম্যান্সের সুবাদে প্রতিপক্ষ শেষ ৮৩ রানেই।

Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে বেসামাল কেন্ট, পৃথ্বী শ বলছেন, 'দ্য ম্যাজিশিয়ান'
Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে বেসামাল কেন্ট, পৃথ্বী শ বলছেন, 'দ্য ম্যাজিশিয়ান'
Follow Us:
| Updated on: Aug 15, 2024 | 1:04 PM

কলকাতা: বঞ্চনার জবাব ঠিক এ ভাবেই দিতে হয়… চোখে আঙুল দিয়ে যেন বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা বোলার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। জায়গা হয়নি জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরেও। তাই বঞ্চনার জবাব যেন কাউন্টি ক্রিকেটেই দিলেন চাহাল! তাঁর ঘূর্ণিতে একেবারে বেসামাল কেন্ট। সতীর্থও তাঁকে দিলেন ম্যাজিশিয়ান তকমা।

কাউন্টিতে ওয়ান ডে ম্যাচে কেন্টের বিরুদ্ধে ১০ ওভারে ৫টি মেডেন সহ মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর দাপুটে পারফরম্যান্সের সুবাদে প্রতিপক্ষ শেষ ৮৩ রানেই। কাউন্টিতে অভিষেকে এক্কেবারে দুরন্ত পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিলেন চাহাল। কেন্টের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নর্দাম্পটনশায়ার তাঁর টিমে যোগ দেওয়ার খবর জানায়। নর্দাম্পটনশায়ারের জার্সিতে প্রথম ম্যাচেই যে চাহাল আগুনে বোলিং করলেন, তা বলার অপেক্ষা রাখে না।

ইন্সটাগ্রামে নর্দাম্পটনশায়ারের পক্ষ থেকে যুজবেন্দ্র চাহালের বোলিংয়ের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যুজির অনবদ্য বোলিং দেখে নর্দাম্পটনশায়ারে তাঁর সতীর্থ পৃথ্বী শ ইন্সটাগ্রামে তাঁকে ‘দ্য ম্যাজিশিয়ান’ বলেছেন। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করে কেন্ট। ৩৫.১ ওভারে ৮২ রানে অলআউট হয় কেন্ট। আর নর্দাম্পটনশায়ার ৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে। ৯ উইকেটে জিতেছে নর্দাম্পটনশায়ার।