Yuzvendra Chahal: বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহাল, নাম লেখালেন কাউন্টিতে

ICC World Cup: শুধু আসন্ন বিশ্বকাপেই চাহাল ব্রাত্য নন। এর আগেও পরপর দু'বার টি-২০ বিশ্বকাপে তিনি জাতীয় দলে ব্রাত্যই ছিলেন।

Yuzvendra Chahal: বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহাল, নাম লেখালেন কাউন্টিতে
Yuzvendra Chahal: বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহাল, চললেন এ বার কাউন্টি খেলতেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 12:25 AM

নয়াদিল্লি: ভারতের বিশ্বকাপ টিমে কেন নেই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)? বিশ্বকাপের (Cricket World Cup) টিম ঘোষণার দিন দুয়েক পরও তা নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা। এই নিয়ে বিতর্কও কম হচ্ছে না। চলতি এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণার পর চাহালের বাদ পড়া নিয়ে কম আলোচনা হয়নি। এ বার বিশ্বকাপের টিম থেকে চাহাল বাদ পড়ায় একই জিনিস হচ্ছে। তাঁর ভারতীয় টিমে না থাকা নিয়ে বিতর্ক কমার নাম নেই। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। এরই মাঝে বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহাল চললেন এ বার কাউন্টি (County Cricket) খেলতে। কোন টিমের হয়ে কাউন্টিতে খেলবেন চাহাল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি বছরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তাতে অবশ্য সুযোগ পাননি চাহাল। এশিয়া কাপের দলেও তিনি সুযোগ পাননি। শুধু আসন্ন বিশ্বকাপেই চাহাল ব্রাত্য নন। এর আগেও পরপর দু’বার টি-২০ বিশ্বকাপে (২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ) তিনি জাতীয় দলে ব্রাত্যই ছিলেন। এই পরিস্থিতিতে ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি অংশের জন্য কেন্ট ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন চাহাল। ক্লাবের তরফে সরকারি ভাবে এই খবর জানানো হয়েছে।

কেন্ট কাউন্টি ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্ট ক্রিকেট ভারতীয় আন্তর্জাতিক লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে ক্লাবের অবশিষ্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ করে আনন্দিত।’ চলতি কাউন্টি মরসুমে এই নিয়ে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে কেন্টে যোগ দিচ্ছেন চাহাল। তাঁর আগে বাঁ-হাতি সিমার অর্শদীপ সিং জুন-জুলাই মাসে কেন্টের হয়ে কাউন্টিতে খেলেছিলেন। কেন্ট কাউন্টি ক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে চাহাল বলেন, ‘এটা আমার কাছে একটি উত্তেজক চ্যালেঞ্জ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

যুজবেন্দ্র চাহাল নটিংহ্যামশায়ার এবং ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে কেন্টের বাকি দু’টি হোম চ্যাম্পিয়নশিপ ম্যাচের পাশাপাশি সমারসেটের বিরুদ্ধে কেন্টের অ্যাওয়ে ম্যাচের জন্যও উপলব্ধ থাকবেন। এমনটাই ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।