Yuzvendra Chahal: ‘টেস্ট ক্রিকেটার’ ট্যাগ পাওয়ার স্বপ্ন দেখছেন যুজবেন্দ্র চাহাল
টিম ইন্ডিয়ার হয়ে এখনও অবধি মোট ১৪৭টি ম্যাচে খেললেও লাল বলের ক্রিকেটে এখনও ডেবিউ হয়নি চাহালের। ৩২ বছরের চাহাল ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে নিজের ডেবিউ নিয়ে এখনও স্বপ্ন দেখেন। সম্প্রতি নিজের মনের কথা তুলে ধরেছেন যুজি।

নয়াদিল্লি: একটা বাচ্চা ছেলে বা মেয়ে হাতে যখন ব্যাট-বল তুলে নেয়, তখন সামনে থাকে একটাই লক্ষ্য। একটাই স্বপ্ন দেখে তারা। দেশের হয়ে একদিন ২২ গজে ক্রিকেট খেলার। বছর সাতেক আগে তেমনই নীল জার্সি গায়ে চাপিয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিল ২৬ বছরের একটা ছেলে। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের (India) হয়ে ওডিআই ক্রিকেটে ডেবিউ হয়েছিল যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ডেবিউ ম্যাচে ১টি উইকেট পেয়েছিলেন চাহাল। ওই সফরেই তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও ডেবিউ হয়েছিল। টিম ইন্ডিয়ার হয়ে এখনও অবধি মোট ১৪৭টি ম্যাচে খেললেও লাল বলের ক্রিকেটে এখনও ডেবিউ হয়নি চাহালের। ৩২ বছরের চাহাল ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে (Test Cricket) নিজের ডেবিউ নিয়ে এখনও স্বপ্ন দেখেন। সম্প্রতি নিজের মনের কথা তুলে ধরেছেন যুজি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই নিজের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখেন। এবং যখন তাঁরা সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পায় তখন তাঁরা শিখরে পৌঁছে যায়। আমারও একই স্বপ্ন রয়েছে। আমি সাদা বলের ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু লাল বলের ক্রিকেটে এখনও খেলার সুযোগ পাইনি। আমি এখনও টেস্ট ক্রিকেটার ট্যাগ পাওয়ার স্বপ্ন দেখি। আমি ঘরোয়া ক্রিকেটে এবং রঞ্জি ট্রফিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এবং আমি আশা করি সাদা জার্সিতে খুব তাড়াতাড়ি ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাব।’
সাদা বলের ক্রিকেটে চাহালের পারফরম্যান্স সকলেরই জানা। সীমিত ওভারের ফর্ম্যাটে তিনি অপরিহার্য। তা সত্ত্বেও এখনও অবধি টি-২০ বিশ্বকাপে খেলা হয়নি চাহালের। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে ছিলেন চাহাল। কিন্তু তাঁকে খেলানো হয়নি। যুজি জানান, যা নিয়ে তিনি খুব বেশি চিন্তা করেন না। বরং বরাবর তিনি চেষ্টা করেন নিজের ১০০ শতাংশ দেওয়ার। চাহাল বলেন, ‘কিছু কিছু জিনিস কারও হাতে থাকে না। তাই এই সব নিয়ে আমি বেশি ভাবি না। আমার ফোকাস থাকে দলের জন্য সবসময় সাহায্য করা। প্রতি ম্যাচে ১০০% দেওয়ার চেষ্টা করি। কোন ম্যাচে সুযোগ পাব সেটা আমাদের হাতে থাকে না। সব ম্যাচে সুযোগ না পেলেও নীল জার্সি পরে খেলার অভিজ্ঞতা সব সময় আত্মবিশ্বাস জোগায়। তাই সেই সময় উচিত সামনে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হওয়া।’





