Pakistan Cricket: বোলার শাহিন হয়ে গেলেন ব্যাটার! পিসিবি প্রধান জাকা আশরফের মন্তব্যে হাসির রোল
১৯ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। তারপর থেকে এশিয়া কাপের সূচি নিয়ে একাধিক প্রাক্তন পাক ক্রিকেটার নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মাঝে শোরগোল পড়ে গিয়েছে পিসিবির চেয়ারম্যান জাকা আশরফের (Zaka Ashraf) এক মন্তব্যে।
আসলে পিসিবি প্রধান জাকা আশরফ এশিয়া কাপের সূচি উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় দল নিয়ে কথা বলতে গিয়ে ভুলবশত শাহিন আফ্রিদিকে বলে বসেন সেরা ১০ ব্যাটারের একজন। পিসিবির ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়োটি রয়েছে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরফকে বলতে শোনা যায়, ‘আমাদের দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই শক্তিশালী। ব্যাটিং নিয়ে যদি বলা হয়, আমাদের অধিনায়ক (বাবর আজম) বিশ্বের এক নম্বর। যদি অন্যদের কথা বলা হয়, তা হলে পাকিস্তানের ব্যাটাররা (ব়্যাঙ্কিংয়ে) শীর্ষ পাঁচ জনের মধ্যে রয়েছেন। শাহিন শাহ আফ্রিদির কথা বলা হয়, তা হলে তাঁর নাম সেরা ১০ ব্যাটারদের মধ্যে আসবে। পাকিস্তান দল যেভাবে খেলছে, আমি সকলকে শুভেচ্ছা জানাই।’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই চরম ট্রোল হয়েছেন জাকা আশরফ। যিনি কিনা পিসিবি প্রধান, তিনি নিজেই দলের ক্রিকেটারদের সম্পর্কে জানেন না। নেটিজ়েনরা এ কথাই বার বার বলছেন। প্রসঙ্গত, পাক তরুণ ক্রিকেটার শাহিন আফ্রিদি আসলে পেসার। তিনি ব্যাটিং ভালো করতে পারেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মাঝে মাঝে দলকে জেতানোর জন্য ব্যাট হাতে অবদান রেখেছেন শাহিন আফ্রিদি।