AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুরপ্রীতই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার মোটিভেশন:উইলিয়ামস

বেঙ্গালুরু ম্যাচের সেরার পুরস্কার স্ত্রী আর দুই ছেলেকে উৎসর্গ করছেন ডেভিড উইলিয়ামস।

গুরপ্রীতই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার মোটিভেশন:উইলিয়ামস
বেঙ্গালুরু ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামসকে অভিনন্দন হাবাসের। ছবি-আইএসএল।
| Updated on: Dec 22, 2020 | 6:12 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: বেঙ্গালুরু এফ সিকে উল্টোদিকে দেখলেই যেন জ্বলে ওঠেন অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস।সোমবার রাতে ফতোদরায় অসি স্ট্রাইকারের বিশ্বমানের গোলেই সুনীলদের হারায় এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়মাসের এই মরসুমে এটা প্রথম গোল হলেও,বেঙ্গালুরুর বিরুদ্ধে চতুর্থ গোল। তারকা স্ট্রাইকার বলছেন, “উল্টোদিকে গুরপ্রীতকে দেখেই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার মোটিভেশন পাই। ভারতের সেরা গোলকিপার উল্টোদিকে থাকলে তাকে পরাস্ত করে গোল করার একটা তৃপ্তিই আলাদা।”

বেঙ্গালুরু ম্যাচের সেরার পুরস্কার স্ত্রী আর দুই ছেলেকে উৎসর্গ করছেন ডেভিড উইলিয়ামস। অসি স্ট্রাইকার বলছেন, “আমি ওদের ছেড়ে এতদূরে এসেছি,তা সত্বেও ওরা আমাকে নানাভাবে উদ্বুদ্ধ করে। সবার শেষে প্রবীর দাসের কথাও বলতে হবে। সোমবার ছিল প্রবীরের জন্মদিন। ম্যাচটা জিতেছি বলে ওরও দিনটা ভাল কাটলো। ওকেও তাই গোলটা উৎসর্গ করছি।”

গত বছর এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটির। এবছর সবুজ-মেরুন জার্সিতে এখনও সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তাদের। উইলিয়ামস বলছেন, “রয় কৃষ্ণা ফর্মেই রয়েছেন। আমিও সেরাটা দেওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি যুগলবন্দী দেখা যাবে।”

আরও পড়ুন:আড়াই কোটিতে বিক্রি ডনের ব্যাগি গ্রিন

আপাতত কয়েকদিনের বিশ্রাম। ২৯ তারিখ বছরের শেষ ম্যাচে মোহনবাগানের সামনে চেন্নাইয়ান এফ সি।উইলিয়ামসের বিশ্বাস শারীরিকভাবে আরও ভাল জায়গায় থেকে মাঠে নামতে পারবেন তিনি।