নিজেকে আরও ধারাবাহিক দেখতে চাই, বলছেন দেবদত্ত

দেশের মাঠে আইপিএলে (IPL) নেমে পড়ার আগে করোনায় সংক্রিমত দেবদত্ত (Devdutt Padikkal)। প্রথম ম্যাচ খেলতে পারবেন না। তবু আশা ছাড়ছেন না তিনি। তাঁর স্বপ্ন, ভাবনা, লক্ষ্য জানাচ্ছেন কুড়ি-বিশের দুনিয়ায় পা দেওয়ার আগে।

নিজেকে আরও ধারাবাহিক দেখতে চাই, বলছেন দেবদত্ত
ধারাবাহিকতা দেখাতে চান দেবদত্ত। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 3:47 PM

নয়াদিল্লি: আমিরশাহির (UAE) আইপিএলে (IPL) প্রথমবার খেলতে নেমেই দারুণ সাফল্য পেয়েছেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। আরসিবির (RCB) হয়ে ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন তরুণ ওপেনার। সেখান থেকেই যেন সাফল্যের রাস্তাতে হাঁটছেন দেবদত্ত। এ বছর মুস্তাক আলি ট্রফিতে ২১৮ রান করেছেন। বিজয় হাজারেতে ৪টে সেঞ্চুরি ও ৩টে হাফ সেঞ্চুরি সহ ৭৩৭ রান করেছেন তিনি।

দেশের মাঠে আইপিএলে (IPL) নেমে পড়ার আগে করোনায় সংক্রিমত দেবদত্ত (Devdutt Padikkal)। প্রথম ম্যাচ খেলতে পারবেন না। তবু আশা ছাড়ছেন না তিনি। তাঁর স্বপ্ন, ভাবনা, লক্ষ্য জানাচ্ছেন কুড়ি-বিশের দুনিয়ায় পা দেওয়ার আগে।

আরও পড়ুন: গেইল আর রাসেলই টি-টোয়েন্টির সেরা, বলছেন বাটলার

আরসিবিতে খেলার অভিজ্ঞতা গতবার আরসিবির হয়ে দারুণ মরসুম কাটিয়েছি। সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। বিরাট কোহলি, এবি ডে ভিলিয়ার্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ। বিরাটভাই, এবিডির কাছ থেকে প্রতিদিন শিখেছি। যে ভাবে ওরা আন্তর্জাতিক কিংবা আইপিএল খেলে, চাপ সামলায়, সেরাটা দেয়, শেখার সুযোগ পেয়েছি।

বিরাট প্রসঙ্গে ক্রিকেটের প্রতি প্যাশন, জয়ের খিদে নিয়ে কোনও কথা হবে না। যে কারণে বিরাটভাইকে মোটিভেট করার দরকার পড়ে না। দেশের হয়ে হোক আর আইপিএলে সেরা দেওয়ার আগুন সব সময় জ্বলছে। এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনার চেষ্টা করেছি। নেট প্র্যাক্টিস থেকে শুরু করে ম্যাচ, যখনই ব্যাট করার সুযোগ পেয়েছি, নিজেকে তাতানোর চেষ্টা করেছি। যাতে সেরাটা দিতে পারি।

আরসিবির খেতাবের প্রসঙ্গে কোনও বার আইপিএল জিততে না পারলেও এ বার টিম কিন্তু অত্যন্ত শক্তিশালী। প্রচুর তারকা প্লেয়ার টিমে। আমার মনে হয়, এ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মশলা আছে টিমে।

জাতীয় টিমের স্বপ্ন দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়েই সবাই মাঠে নামে। আমিও তা-ই। যদি কখনও সেই স্বপ্নটা ছুঁতে পারি, সম্মানিত মনে করব নিজেকে। তবে, কঠিন প্রতিযোগিতা। আমি শুধু ধারাবাহিক হতে চাই। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছি। আমি প্রতি ম্যাচে নিজেকে উন্নতি করতে চাই।

রাহুল দ্রাবিড় প্রসঙ্গে যখনই সুযোগ পেয়েছি, রাহুল স্যারের সঙ্গে কথা বলেছি। যত বার ওঁর সঙ্গে দেখা হয়েছে, কিছু না কিছু নতুন জিনিস শিখেছি। এত ভালো মানুষ যে, যে কোনও সমস্যায় সাহায্য করার জন্য এগিয়ে আসেন। উনি সব সময় বলেন, পরিশ্রম করো। শেখার চেষ্টা করো। আর যতটা সম্ভব উন্নতি করার চেষ্টা করো।