Durand Cup 2025: ডুরান্ডে মোহনবাগানের সামনে বিএসএফ, লক্ষ্য় গোল পার্থক্যও

Durand Cup 2025, Mohun Bagan: এরপর সুহেল ভাট-এর গোলে অ্যাসিস্ট এবং শেষে পেনাল্টি থেকে গোল। মোহনবাগানের নায়ক লিস্টন। কাল, কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ বর্ডার সিকিউরিটি ফোর্স।

Durand Cup 2025: ডুরান্ডে মোহনবাগানের সামনে বিএসএফ, লক্ষ্য় গোল পার্থক্যও
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 03, 2025 | 11:38 PM

ঐতিহ্যের ডুরান্ড কাপে শুরুটা দুর্দান্ত করেছে মোহনবাগান। তাও আবার দশ জনে মিলে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বিতে মহমেডানের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। প্রথমার্ধের শেষ মুহূর্তে আপুইয়ার রেড কার্ডে ১০ জনে পরিণত হয় মোহনবাগান। এরপরও ৩-১ ব্যবধানে জয়। তিনটি গোলেই ভূমিকা রেখেছেন লিস্টন কোলাসো। ফ্রি-কিকে গোলের খাতা খুলেছিলেন। এরপর সুহেল ভাট-এর গোলে অ্যাসিস্ট এবং শেষে পেনাল্টি থেকে গোল। মোহনবাগানের নায়ক লিস্টন। কাল, কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ বর্ডার সিকিউরিটি ফোর্স।

ইন্ডিয়ান সুপার লিগে গত বার লিগ শিল্ড এবং নকআউট, দুই ট্রফিই জিতেছে মোহনবাগান। এ বার আইএসএল হওয়া নিয়ে জট রয়েছে। ফলে ডুরান্ড কাপকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সব দলই। মোহনবাগানেরও লক্ষ্য মরসুমের শুরুতেই ট্রফি তোলা। ডুরান্ডে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে আরও চনমনে মোহনবাগান। যোগ দিয়েছেন টম অ্যালড্রেড। তবে মোহনবাগানের কাছে এই ম্যাচ গোল পার্থক্য বাড়ানোরও।

মোহনবাগানের গ্রুপে রয়েছে মহমেডান, ডায়মন্ডহারবার এফসি এবং বিএসএফ। মহমেডানকে হারিয়ে ডুরান্ড কাপে অভিষেক করেছিল ডায়মন্ডহারবার এফসি। গত ম্যাচে বিএসএফের বিরুদ্ধে ৮-১’র বিশাল জয় ছিনিয়ে নিয়েছে ডায়মন্ডহারবার। সে কারণেই মোহনবাগানও বিএসএফ-র বিরুদ্ধে শুধু জয়ই নয়, গোলপার্থক্য বাড়িয়ে নেওয়াতেও নজর দিচ্ছে। গ্রুপ সেরা হতে গেলে জয় যথেষ্ঠ নয়।

নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় স্থানে থেকেও ওঠা যাবে। কিন্তু সেক্ষেত্রে গোল পার্থক্যের জটিল অঙ্ক থাকছে। মোহনবাগান যদি বিএসএফকে হারায় সমানে সমানে থাকবে। গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ডহারবার এফসিকে হারালে সরাসরিই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে সবুজ মেরুন। সদ্য চোট সারিয়ে ফেরা মনবীর সিংও এই ম্যাচে খেলতে পারেন। সে ক্ষেত্রে মোহনবাগানের আক্রমণের ধার বাড়বে।

মোহনবাগান বনাম বিএসএফ, ৪ অগস্ট, সোমবার সন্ধে ৭টা থেকে
সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভ অ্যাপ্লিকেশনে স্ট্রিমিং