দামি ফুটবলারদের তালিকায় অবাক উত্থান হালান্ডের

ফুটবল বেঞ্চমার্ক নামে একটি সংস্থা প্রতি তিন মাস অন্তর ফুটবলারদের দরের একটি তালিকা প্রকাশ করে। ফুটবলারদের সাফল্যের উপর ভিত্তি করেই তা তৈরি হয়।

দামি ফুটবলারদের তালিকায় অবাক উত্থান হালান্ডের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 12, 2021 | 4:17 PM

লন্ডন: হ্যারি কেনের (Harry Kane) মতো সুপারস্টার আছেন। আলোচনার কেন্দ্রে থাকা কিলিয়ান এমবাপেও (Kylian Mbappe)। কিন্তু সব ছাপিয়ে এখন চর্চা শুধু আর্লিং হালান্ড (Erling Haaland) নামের এক কুড়ি বছরের তরুণকে নিয়ে। বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) ফরোয়ার্ড শুধু ফর্মের জন্য নয়, গোলের জন্য নয়, বিপুল আর্থিক চাহিদার জন্য বিশ্ব ফুটবলের আলোকবৃত্তে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি প্লেয়ার এমবাপেই। ১৬৩ মিলিয়ন পাউন্ড রোজগার তাঁর। তালিকায় দু’নম্বরে রয়েছেন হালান্ড। ডর্টমুন্ডের ফুটবলারের দর এখন ১১৩ মিলিয়ন পাউন্ড। তিন নম্বরে হ্যারি কেন, ১০৯ মিলিয়ন পাউন্ড দর। অর্থের বিচারে চার থেকে আটে মার্কাস র‍্যাশফোর্ড, রহিম স্টার্লিং, নেইমার, কেভিন ডি ব্রুইন আর জ্যাডন স্যাঞ্চোরা।

ফুটবল বেঞ্চমার্ক নামে একটি সংস্থা প্রতি তিন মাস অন্তর ফুটবলারদের দরের একটি তালিকা প্রকাশ করে। ফুটবলারদের সাফল্যের উপর ভিত্তি করেই তা তৈরি হয়। দলবদলের সময় ওই দরের তালিকার উপরেই নির্ভর করে অন্য ক্লাব কত অর্থে ওই ফুটবলারকে নিচ্ছে। হালান্ডের উত্থান বেশ চমকপ্রদ। এ বছর নরওয়ের স্ট্রাইকার স্বপ্নের ছন্দে আছেন। ক্লাব ও দেশের হয়ে ৪৬ ম্যাচে ৪৩ গোল করেছেন তিনি। আর তারপরই নেইমার, মোহামেদ সালাহ-র মতো তারকা ফুটবলারদের পিছনে ফেলে অর্থের তালিকায় একেবারে দুইয়ে উঠে এসেছেন। ন’ধাপ উত্থান হয়েছে হালান্ডের। যা বেশ চমকে দেওয়ার মতো ব্যাপার। আগামী মরসুমের জন্য কোনও ক্লাব যদি হালান্ডকে নিতে চায়, বিপুল অর্থ ট্রান্সফার ফি দিতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে।

এমনিতেই দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচিত ফুটবলার এমবাপে। কিন্তু হালান্ডের আগুনে ফর্ম তাঁকেও ট্রান্সফার মার্কেটে নজরে এনে ফেলেছে। ইতিমধ্যে হালান্ডের এজেন্ট মিনো রাইওলা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর সঙ্গে কথা চালাতে শুরু করেছেন।

আরও পড়ুন: ধোনিকে কেন মিস করেন কুলদীপ?

হালান্ডের মতোই আলোচনায় রয়েছেন মার্কাস র‍্যাশফোর্ডও। ইংলিশ প্রিমিয়ার লিগে ও দেশের হয়ে ৫৫ ম্যাচ খেলে ২১টা গোল করেছেন তিনি। দুরন্ত ছন্দে তো আছেনই, সেই সঙ্গে দলবদলের বাজারেও অনেক ক্লাবের রিক্রুটারদের নজরে আছেন র‍্যাশফোর্ড। দামি ফুটবলারদের তালিকায় চার নম্বরে আছেন ২৩ বছরের ফুটবলার।

সব মিলিয়ে ম্যাঞ্চেস্টার সিটির চার বছরে তৃতীয়বার ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দিনে নতুন তারকাদেরই উত্থানের গল্প শোনা যাচ্ছে। হালান্ড, র‍্যাশফোর্ডরাই যে আগামী দিনে দাপিয়ে বেড়াবেন ফুটবল বাজার, এ নিয়ে কোনও সন্দেহ নেই।