Anant-Radhika Wedding: অম্বানিদের বিয়েতে ফিফা প্রেসিডেন্টকে জাপটে ধরে নাচলেন কোন বলি তারকা?

Jul 13, 2024 | 12:57 PM

Watch Video: দেশ-বিদেশ থেকে প্রচুর জনপ্রিয় ব্যক্তি হাজির হয়েছিলেন অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে যোগ দিতে। বাদ যাননি ফিফা প্রেসিডেন্ট (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তাঁকে নাচতেও দেখা যায়। এখানেই চমকের শেষ নেই।

Anant-Radhika Wedding: অম্বানিদের বিয়েতে ফিফা প্রেসিডেন্টকে জাপটে ধরে নাচলেন কোন বলি তারকা?
Anant-Radhika Wedding: অম্বানিদের বিয়েতে ফিফা প্রেসিডেন্টকে জাপটে ধরে নাচলেন কোন বলি তারকা?
Image Credit source: X

Follow Us

কলকাতা: অম্বানিদের বিয়ে নিয়ে যত আলোচনা হয় ততই যেন কম। এক ছাদের তলায় এত তারকার সমাহার আগে কখনও হয়নি। অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে, এমন অনেক টুকরো মুহূর্ত দেখা গিয়েছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। নেটদুনিয়ায় শুধুই ঘুরছে অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকাদের নাচ-গানের ভিডিয়ো। দেশ-বিদেশ থেকে প্রচুর জনপ্রিয় ব্যক্তি হাজির হয়েছিলেন এই রাজকীয় বিয়েতে যোগ দিতে। বাদ যাননি ফিফা প্রেসিডেন্ট (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তাঁকে নাচতেও দেখা যায়। এখানেই চমকের শেষ নেই। তাঁকে এক বলিউডের তারকা জাপটে ধরে নাচ করছিলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কে সেই বলি তারকা, যিনি জিয়ান্নি ইনফান্তিনোকে জাপটে ধরে নাচ করেছেন? তিনি বলিউডের সুপারস্টার রনবীর সিং। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ফিফা প্রেসিডেন্টকে জাপটে ধরে এক মঞ্চে নাচ করছেন রনবীর সিং। এমন দৃশ্য হয়তো কল্পনাও করা যেত না, যদি অম্বানিদের বিয়েতে এত তারকা এক ছাদের তলায় না আসতেন। অনেকেই তাই এই ভিডিয়ো দেখে অবাক হয়েছেন।


ফিফা প্রেসিডেন্টের নাচের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই মঞ্চেই কোমর দোলাচ্ছেন হার্দিক পান্ডিয়াও। তাঁর একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কখনও হার্দিক মঞ্চে নাচছেন, তো কখনও মাটিতে শুয়ে নাচ। যে কারণে, সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়েও রয়েছেন হার্দিক পান্ডিয়া।

Next Article