India vs Pakistan : বেঙ্গালুরুর বিমান মিস ১৪ পাকিস্তানি ফুটবলারের! ভারত-পাক ম্যাচ হবে তো?
2023 SAFF Championship : ম্যাচের ১০ ঘণ্টা আগে বেঙ্গালুরুতে পা রাখেন মাত্র ছয় জন পাক ফুটবলার। বাকি ১৪ জনই বিমান ধরতে পারেননি।

কলকাতা: শেষমুহূর্তে ভিসা সমস্যার সমাধান হওয়ায় তড়িঘড়ি ভারতে আসার বিমান ধরেছিল পাকিস্তান ফুটবল টিম। মরিশাস থেকে পাক টিম বেঙ্গালুরু পৌঁছল ঠিকই, তবে গোটা টিমে অর্ধেকেরও কম! সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাচের ১০ ঘণ্টা আগে বেঙ্গালুরুতে পা রাখেন মাত্র ছয় জন পাক ফুটবলার। বাকি ১৪ জনই বিমান ধরতে পারেননি। পাকিস্তানের ক্রীড়াবিভাগের গাফিলতিতে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভিসা গেরোয় আটকে ছিল পাকিস্তান ফুটবল টিমের ভারত সফর। ভারত-পাকিস্তান ম্যাচ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অবশেষে সোমবার শেষ মুহূর্তে ভিসা সমস্যার সমাধান করে ভারতে আসার বিমান ধরেন পড়শি দেশের ফুটবলাররা। কিন্তু বেঙ্গালুরু পৌঁছলেন মাত্র ছয়জন! কেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ভারতে আসার আগে চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলতে মরিশাস গিয়েছিল পাকিস্তান ফুটবল টিম। সোমবার ভিসা পাওয়ার পর মঙ্গলবার মরিশাসের স্থানীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় মুম্বইয়ের বিমান ধরে পাকিস্তান টিম। মুম্বই পৌঁছয় মঙ্গলবার রাত ১টা নাগাদ। এরপর রাতেই বেঙ্গালুরুর ফ্লাইট ধরার কথা ছিল। তবে মুম্বই থেকে বেঙ্গালুরু আসার একসঙ্গে ৩২টা টিকিট পাওয়া যায়নি। ফলে দুটো আলাদা বিমানে বেঙ্গালুরু যেতে হয়েছে। প্রথম ব্যাচে ছয়জন ফুটবলার বেঙ্গালুরু পৌঁছন। বাকি ১৪জনই টিকিট পাননি।
এই বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজার হাসনাইন হায়দার বলেন, “আমরা রাত দেড়টার সময় মুম্বইয়ে পৌঁছই। কিন্তু বিমানবন্দরে পাসপোর্ট কন্ট্রোল অফিসে কেউ ছিলেন না। ৩০ মিনিট পর আমাদের একটা ভিসা ফর্ম দেওয়া হয় যা আগে থেকেই ভর্তি ছিল। মুম্বই যাওয়ার আগে সেসব জমা করতে হয়।” তিনি আরও বলেন, “এসব করতে গিয়ে বেশ কিছুটা সময় চলে যায়। ফলে একটি গ্রুপ বেঙ্গালুরুতে পৌঁছতে পারে। ভোর ৩.৫৫ নাগাদ একটি বিমানে ছয় ফুটবলার ও ছয়জন টিম অফিশিয়াল বেঙ্গালুরুর বিমান ধরেন। বাকি ১৪ জন ফুটবলার এবং ছয়জন অফিশিয়াল ফ্লাইট মিস করেন।”
যে ব্যাচটি বিমান ধরতে পারেনি দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ফুটবলাররা সেখানেই রয়েছেন। গোটা রাত মুম্বই বিমানবন্দরে কাটিয়ে সকাল ৯.১৫ নাগাদ বেঙ্গালুরুর বিমান ধরেন বাকিরা। বেঙ্গালুরু পৌঁছন সকাল ১১টা নাগাদ। কান্তিরাভা স্টেডিয়ামের কাছাকাছি হোটেলে পৌঁছে সেভাবে বিশ্রাম নেওয়ারও সুযোগ থাকবে না। কারণ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।





