U-17 Women’s World Cup: ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাতে তৈরি ঝাড়খণ্ডের ৬ কিশোরী
আসন্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে (U-17 World Cup 2022) স্বপ্নপূরণ হতে চলেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ৬ মহিলা ফুটবলারের।

নয়াদিল্লি: চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে, বহু প্রতিবন্ধকতা পেরিয়েও স্বপ্নপূরণ করা যায়। আসন্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে (U-17 World Cup 2022) স্বপ্নপূরণ হতে চলেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ৬ মহিলা ফুটবলারের। এই তালিকায় রয়েছেন – অস্তম ওরাওঁ, সুধা অঙ্কিতা তিরকি, অঞ্জলি মুন্ডা, পূর্ণিমা কুমারী, নিতু লিন্ডা এবং অঙ্কিতা কুমারী। অস্তম ওরাওেঁর বেড়ে ওঠা ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে। তাঁর ছেলেবেলা কেটেছে এমন জায়গায়, যেখানে ছিল না ফোনের কানেকশন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তো সাধারণ ঘটনা ছিল অস্তমের গ্রাম গুমলায়। বছরের বেশিরভাগ সময় তাঁর বাবা-মা খেতে কাজ করতেন। আর যখন চাষ বাসের কাজ থাকত না, তখন তারা দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য দিনমজুরের কাজও করতেন। তাও মেয়েকে এক বারও বলেননি, খেলা থামিয়ে দিতে। বরং গুমলায় সুযোগের অভাব টের পেতেই তাঁর বাবা-মা তাঁকে বাড়ি থেকে প্রায় চার ঘণ্টা দূরে হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজিয়েটে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে তিনি সেখানে ফুটবল খেলার সুযোগ পান।
অস্তমের মতো সুধা অঙ্কিতার বাবা-মাও শ্রমিকের কাজ করেন। করোনার সময় হাতে কাজও পাচ্ছিলেন না সুধার বাবা-মা। তা সত্ত্বেও তারা মেয়েকে কোনও ভাবেই খেলা থামিয়ে দিতে বলেননি। মা-বাবার এই ত্যাগই অস্তম-সুধাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। অপর এক ঝাড়খণ্ডের কিশোরী অঙ্কিতা কুমারী ফ্যান ভাত খেয়ে, টিনের চাউনি দেওয়া বাড়িতে দিন কাটিয়ে মাতাতে চলেছেন বিশ্বকাপের মঞ্চ। তিনিও এই লড়াইয়ে পাশে পেয়েছেন তাঁর পরিবারকে।
Young Tigresses ? working hard ?? ahead of FIFA U-17 Women’s World Cup ?#U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/nRTGMLKVT6
— Indian Football Team (@IndianFootball) October 6, 2022
এই প্রথম ফিফা ইভেন্টে খেলছে ভারত। আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ভারত। তবে গ্রুপ পর্বে জায়গা করে নেওয়া ভারতের মেয়েদের জন্য খুব সহজ হবে না। কারণ, ভারতের মেয়েদের সামনে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কো এবং টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। ১১ অক্টোবর আমেরিকার বিরুদ্ধে ভারতের মেয়েদের প্রথম ম্যাচ। এ বারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হবে তিনটি শহরে। ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বই।
২১ সদস্যের ভারতীয় স্কোয়াড (পাশে জার্সি নম্বর)
- গোলরক্ষক: মোনালিসা দেবী মোইরাংথেম (১), মেলোডি চানু কেইশাম (১৩), অঞ্জলি মুন্ডা (২১)
- ডিফেন্ডার: অস্তম ওরাওঁ (৫), কাজল (২০), নাকেতা (৩), পূর্ণিমা কুমারী (২), বর্ষিকা (১৯), সিল্কি দেবী হেমাম (৪)
- মিডফিল্ডার: বাবিনা দেবী লিশাম (৬), নিতু লিন্ডা (১৭), শৈলজা (১৫), শুভাঙ্গী সিং (১৬)
- ফরোয়ার্ড: অনিতা কুমারী (১১), লিন্ডা কম সের্টো (৯), নেহা (৭), রেজিয়া দেবী লাইশরাম (১৮), শেলিয়া দেবী লোকটংবাম (১২), কাজল হুবার্ট ডিসুজা (৮), লাবণ্য উপাধ্যায় (১০), সুধা অঙ্কিতা তিরকি (১৪)
- হেড কোচ: থমাস ডেনার্বি
