India vs Pakistan: ফুটবলে আজ ভারত-পাকিস্তান, সেঞ্চুরির পথে আশালতা

SAFF Women’s Championship 2024: নেপালের এই স্টেডিয়ামে অনেক স্মরণীয় ম্যাচই হয়েছে। তবে আশালতা দেবীর কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকার ম্যাচ। ভারতের প্রথম! নজিরের ম্যাচ, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ব্যক্তিগত মাইলফলক নয়, টিম হিসেবে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করতে পারাটাই প্রধান লক্ষ্য।

India vs Pakistan: ফুটবলে আজ ভারত-পাকিস্তান, সেঞ্চুরির পথে আশালতা
Image Credit source: AIFF
Follow Us:
| Updated on: Oct 17, 2024 | 12:10 AM

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ অভিযান শুরু করেছে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ভারতের সামনে পাকিস্তান। আর এই হাইভোল্টেজ ম্যাচে মাইলফলকে ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার আশালতা দেবী। ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে দেশের জার্সিতে একশো ম্যাচ খেলতে চলেছেন তিনি। সব দিক থেকেই আকর্ষণীয় পরিস্থিতি। খেলা কিংবা টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাকিস্তান মুখোমুখি হলে তার উন্মাদনা সবসময়ই এক। নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে এমনই এক ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

নেপালের এই স্টেডিয়ামে অনেক স্মরণীয় ম্যাচই হয়েছে। তবে আশালতা দেবীর কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকার ম্যাচ। ভারতের প্রথম! নজিরের ম্যাচ, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ব্যক্তিগত মাইলফলক নয়, টিম হিসেবে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করতে পারাটাই প্রধান লক্ষ্য। যে কোনও টুর্নামেন্টের শুরুটা ভালো হলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। সেটাই চাইছেন ব্লু টাইগ্রেসরা।

পাকিস্তান ম্যাচের আগে আশালতা দেবী বলছেন, ‘আমাদের প্রথম ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে। খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই আলাদা মাত্রা রাখে। ছন্দ পেতে সাহায্য করে। চেষ্টা করব অতিরিক্ত চাপ না নিয়ে ভালো পারফর্ম করার। পাকিস্তানের বিরুদ্ধে খেলা সবসময়ই আলাদা উন্মাদনা তৈরি করে। ওদের টিম খুবই ভালো। প্রতিপক্ষকে সমীহ করছি। ওরা অনেক উন্নতি করেছে। গত সাক্ষাতে আমরা জিতেছিলাম। তার মানে এই নয়, এ বার হালকা ভাবে নিচ্ছি। একটা দুর্দান্ত লড়াই হবে, বলা যায়।’

মেয়েদের ফুটবলে এর আগে ২০২২ সালে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এ বারও একই ভেনুতে ম্যাচ। গত বারের সাক্ষাতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এ বারও তারই পুনরাবৃত্তিই লক্ষ্য।

ভারত বনাম পাকিস্তান, ভারতীয় সময় বিকেল ৫.১৫টা, ফ্যানকোড অ্যাপে সম্প্রচার