দোহা: সোমবার প্রাক বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ (India vs Bangladesh)। কাতারে (Qatar) জামাল ভুইঞাঁদের (Jamal Bhuyan) মুখোমুখি হলেও ভারতীয় দলের স্টপার আদিল খানের (Adil Khan) মনে এখনও যুবভারতীর ম্যাচ। দু বছর আগে সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে গোল করে নায়ক বনে গিয়েছিলেন আদিল। যুবভারতীর সেই দর্শকদের গর্জন এখনও কানে বাজছে তাঁর।
গত ম্যাচে কাতারের কাছে ০-১ গোলে হারতে হয়েছে স্টিম্যাচের ছেলেদের। বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই সুনীল ছেত্রীদের। যুবভারতীর ভারত-বাংলাদেশ ম্যাচ এখনও অনেক মুহূর্তের স্মৃতি আদিল খানের কাছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতায় আমাদের উপর প্রত্যাশার চাপ অনেকটা ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম। ম্যাচের কয়েকদিন আগে সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। যে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচেই আমি আমার বাবাকে খেলা দেখতে ডাকি। কিন্তু সে বার যখন বাড়িতে ফোন করি, মা জানায় বাবা হাসপাতালে ভর্তি। আর ম্যাচের দিন গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হবে তাঁর।’
ম্যাচের শুরুতে সাদউদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৮ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান আদিল খান। সে প্রসঙ্গে আদিল বলেন, ‘আমি যুবভারতীর ওই গর্জন কোনওদিন ভুলব না। ওই গর্জন আমার সব কিছু ভুলিয়ে দিয়েছে। এক জন মানুষের কাছে, বিশেষ করে ফুটবলারের কাছে ওই মুহূর্ত কখনও ভোলার নয়। নিজের উপর যে বিশ্বাস এবং ভরসা রয়েছে তারই পুরস্কার ওই গগনভেদী চিৎকার। আমি চোখ বন্ধ করলে এখনও ওই চিৎকার শুনতে পাই। আমার দেশের হয়ে আজীবন আমি আমার সেরাটা উজাড় করে দেব।’
আরও পড়ুন: বিরাটদের ম্যাচ প্র্যাকটিসের অভাব ভাবাচ্ছে দিলীপ বেঙ্গসকারকে