ইরানে যুদ্ধের আবহ। সেখানেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার কথা ছিল মোহনবাগানের। ট্রাক্টর এফসির বিরুদ্ধে সেই ম্যাচের জন্য প্রস্তুতিও নিয়েছিল সবুজ মেরুন। কিন্তু পরিস্থিতি সঙ্গীন হওয়ায় মোহনবাগান প্লেয়াররা ক্লাবকে চিঠি দিয়ে জানান, এই পরিস্থিতিতে তাঁরা ইরানে খেলতে যেতে চান না। প্লেয়ারদের অনুরোধ মানতে বাধ্য হয় মোহনবাগানও। নিরাপত্তার ঝুঁকি থাকায় এএফসি-কে চিঠি দিয়ে মোহনবাগান বিষয়টি জানায়। যদিও মোহনবাগানের ম্যাচ ইরান থেকে সরানো হয়নি। আল নাসেরের ক্ষেত্রে অবশ্য অন্য সিদ্ধান্ত।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট গ্রুপে মুখোমুখি হওয়ার কথা ইরানের ক্লাব এস্তেনগলাল ও সৌদি আরবের আল নাসের ক্লাবের। আল আসের এখন অনেক বেশি পরিচিত। সৌজন্য়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতার বিশ্বকাপের পরই এই ক্লাবে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। আরও বেশ কিছু তারকা প্লেয়ার রয়েছেন। এএফসির টুর্নামেন্টে তাদের ম্যাচটি ছিল তেহরানে। আল নাসের জানিয়ে দিয়েছিল, ইরানে এমন যুদ্ধের আবহে খেলতে যেতে রাজী নয় তারা। এএফসি সূত্রে খবর, এই ম্যাচটি দুবাইয়ের নিরপেক্ষ ভেনুতে হতে চলেছে।
মোহনবাগান যেতে না চাওয়ায় টুর্নামেন্ট থেকেই তাদের নাম সরিয়ে দিয়েছে এএফসি। শাস্তির বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছে মোহনবাগান। তবে এএফসির ভূমিকায় প্রশ্ন উঠছে। রোনাল্ডোর ক্লাবের জন্য ছাড়! মোহনবাগানের বেলাতেই শাস্তি? ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণে এসিএল ২-র ম্যাচ খেলতে না যাওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয় মোহনবাগানকে। ঠিক একই কারণে যেতে চায়নি আল নাসেরও। অথচ রোনাল্ডোর ক্লাব আল নাসেরের বেলায় উল্টো সিদ্ধান্ত!
🚨🚨🚨 – رسميًا :
• ستلعب مباراة استقلال الإيراني 🇮🇷 والنصر السعودي 🇸🇦 الجولة الثالثة من منافسات دوري أبطال آسيا للنخبة على استاد راشد في دبي كملعب محايد pic.twitter.com/54akHslDFT
— منبر شباب الأهلي (@mnbrshalahli) October 14, 2024