Mohun Bagan vs Maziya SRC: এএফসি কাপে মোহবাগানের সামনে আজ মাজিয়া

AFC CUP, Mohun Bagan Super Giant: মরসুমের শুরু থেকেই মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলে আসছেন, এএফসি কাপই তাঁদের মূল লক্ষ্য। সঙ্গে নজর থাকবে আইএসএল খেতাব ধরে রাখা। গত বছর এএফসি কাপের সেমিফাইনাল অবধি পৌঁছেছিল সবুজ মেরুন। কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নির্ধারিত সময় অবধি স্কোর ১-১ ছিল। অ্যাডেড টাইমে জোড়া গোল হজম। ১-৩ ব্যবধানে হেরে সেমিফাইনালেই বিদায়। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে সবুজ মেরুন। কম্বিনেশন আরও মজবুত করেছে। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।

Mohun Bagan vs Maziya SRC: এএফসি কাপে মোহবাগানের সামনে আজ মাজিয়া
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 9:00 AM

কলকাতা: গত বারের আইএসএল চ্যাম্পিয়ন। এ বার ডুরান্ড কাপ জয়। এএফসি কাপের প্রাথমিক পর্বে গ্রুপের যোগ্যতা অর্জন। গ্রুপ পর্বে ওডিশা এফসিকে ৪-০ ব্যবধানে হারিয়ে এফসি কাপে অভিযান শুরু। ইন্ডিয়ান সুপার লিগে টানা দু-ম্যাচে জয়। মোহনবাগান কোচ অল্পতে খুশি নন। সমর্থকদের জন্য এটাই সবচেয়ে বেশি ভরসা বিষয়। কোচ চান আরও নিখুঁত হতে। সেই বার্তা ফুটবলারদের মধ্য়েও। মরসুমে এখনও অবধি যত ভালো পারফরম্যান্সই হোক, প্রতি ম্যাচে উন্নতির চেষ্টায় মোহনবাগান। আজ এএফসি কাপে জয়ের পাশাপাশি সে দিকেও লক্ষ্য থাকবে। এএফসি কাপে গ্রুপ পর্বে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া এসআরসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মরসুমের শুরু থেকেই মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলে আসছেন, এএফসি কাপই তাঁদের মূল লক্ষ্য। সঙ্গে নজর থাকবে আইএসএল খেতাব ধরে রাখা। গত বছর এএফসি কাপের সেমিফাইনাল অবধি পৌঁছেছিল সবুজ মেরুন। কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নির্ধারিত সময় অবধি স্কোর ১-১ ছিল। অ্যাডেড টাইমে জোড়া গোল হজম। ১-৩ ব্যবধানে হেরে সেমিফাইনালেই বিদায়। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে সবুজ মেরুন। কম্বিনেশন আরও মজবুত করেছে। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।

মোহনবাগানের প্রতিপক্ষ মাজিয়াকেও হালকা নেওয়ার জায়গা নেই। মাজিয়া অচেনা প্রতিপক্ষ নয়। এর আগে ছ-বার মুখোমুখি হয়েছে মোহনবাগান-মাজিয়া। জয়-হারে মোহনবাগান এগিয়ে ৩-২। একটি ম্যাচ ড্র হয়েছে। সপ্তম সাক্ষাতে ৩-৩ করাই লক্ষ্য মাজিয়ার। তাদের কোচ মিলোমির সেসলিজা বলেন, ‘শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছি। মোহনবাগানের মতো প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা পরস্পরের শক্তি-দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। এ বার ভাো দল নিয়ে এসেছি। ম্যাচটা উপভোগ করতে চাই।’ গ্রুপের প্রথম ম্যাচে মাজিয়াও জিতেছে। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মাজিয়া।

দল ছন্দে। ঘরের মাঠে ম্যাচ। গ্যালারি নিজেদের দখলে। মোহনবাগান কোচ ফেরান্দো অবশ্য সতর্ক। এই ম্যাচ নিয়ে বলছেন, ‘এই ম্যাচ একেবারেই সহজ হবে না। ঘরের মাঠে তিন পয়েন্ট জিততেই হবে। টানা সূচি। এ সপ্তাহে আমাদের দুটো ম্যাচ। এই মুহূর্তে মাজিয়া ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল পুরোপুরি তৈরি। এএফসি কাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এর জন্য স্বচ্ছ পরিকল্পনাও প্রয়োজন। শারীরিক দিকের চেয়ে ফুটবলারদের মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। সর্বস্ব উজাড় করে দিতে হবে।’

মোহনবাগান বনাম মাজিয়া, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮, ফ্যানকোড অ্যাপে সম্প্রচার