Manchester United: নৈশভোজে ফার্গুসন-টেন হ্যাগ, কী নিয়ে হল আলোচনা?

সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে ডিনার সারলেন এরিক টেন হ্যাগ। বর্তমান কোচকে কী বললেন প্রাক্তন কোচ?

Manchester United: নৈশভোজে ফার্গুসন-টেন হ্যাগ, কী নিয়ে হল আলোচনা?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 7:00 AM

লন্ডন: এক সময় তাঁর হাত ধরেই দুরন্ত সাফল্য পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ট্রফি, খেতাবে ভরিয়ে দিয়েছিলেন ক্লাবকে। বয়স বাড়ার পর কোচিং থেকে সরে গিয়েছেন। কিন্তু ক্লাবের প্রতি দায়িত্ব থেকে সরে যাননি যে, তারই প্রমাণ আরও একবার মিলল। স্যার আলেক্স ফার্গুসন আরও একবার এগিয়ে এলেন ক্লাবকে সাহায্য করার জন্য। ম্যাঞ্চেস্টারের বর্তমান কোচ এরিক টেন হ্যাগকে (Erik Ten Hag) ডিনারে ডাকলেন ফার্গি (Alex Ferguson)। খেতে খেতে নানা বিষয় নিয়ে আলোচনা সারলেন তাঁরা। এরিক খুব ভালো করেই জানেন, ফার্গি তাঁর পুরোনো দলকে সাহায্য করার জন্য সব সময় মুখিয়ে রয়েছে।

কোচ অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গৌরবে পা রেখেছিল। দলকে অনেক কিছু দিয়েছেন তিনি। এ বার নিজের পুরনো দলকে ভালো ছন্দে না দেখে তিনি নিজেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। আলেক্সের সঙ্গে আলাপচারিতার পর এরিক টেন হ্যাগ বলেন, “ফার্গির মতো কারওর সঙ্গে ডিনার করা বিশাল ব্যাপার। আমি সবসময় এমন লোকদের সঙ্গে কথা বলতে উপভোগ করি, যাঁদের অনেক জ্ঞান আছে, অনেক অভিজ্ঞতা আছে। অ্যালেক্স মনে করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর নিজের ক্লাব। তাই তিনি প্রতিশ্রুতিবদ্ধ থেকে গিয়েছেন আজও। তিনি চান, আমরা ভালো ফল করি। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ক্লাবকে সাহায্য এবং সমর্থন করতে চান।”

বর্তমান এবং প্রাক্তন কোচের নৈশভোজের ছবি ইতিমধ্যেই অনুরাগীদের সামনে এসেছে। এই ছবি ইউনাইটেড ভক্তদের মধ্যে এক ইতিবাচক মানসিকতা তৈরি করেছে। তাঁরা এই দুই কোচের মধ্যে ভালো সম্পর্ক দেখতে পেয়ে অনেকটা আশ্বস্ত হয়েছেন। ফার্গুসনের তত্ত্বাবধানে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল। প্রায় ১০ বছর কোচের দায়িত্ব ছেড়েছেন অ্যালেক্স ফার্গুসন।

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ বার্সেলোনার সাথে খেলবে। প্রথম লেগে ২-২ গোলে ড্র হয় খেলা।অন্য দিকে, আগামী রবিবার কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসেলের মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে দলে নিজের অবদান নিয়ে কোচ এরিক বলেন, “কৃতিত্ব নেওয়ার কোনও ব্যাপার নেই, আসল ব্যাপার হল ট্রফি। আমাদের কাছে সুযোগ আছে, কিন্তু আমাদের প্রথম ফোকাস পয়েন্ট হল আগামী ম্যাচ। প্রতিদিনই মাঠে আমাদের সেরা পারফরম্যান্স দিতেই হবে। জেতার জন্য একই মানসিকতা রাখতে হবে। বার্সেলোনার মতো বড় দলের মুখোমুখি হতে গেলে নিজের সেরাটা দেওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। মরসুমের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।”