Lionel Messi: ম্যাচের সেরার পুরস্কার তরুণ ফুটবলারের হাতে তুলে দিলেন মেসি
Qatar 2022: পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পুরো ম্যাচে অনবদ্য পারফরম্যান্স আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসির। তাঁকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। যদিও মেসির ভাবনায় ছিল অন্য কিছু।
দোহা : এই আর্জেন্টিনাই কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেছিল। তাও আবার এগিয়ে থেকেও! সৌদি আরবের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হার যেন আর্জেন্টিনার কাছে একটা সতর্কবার্তা ছিল। মেক্সিকো এবং গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ড। গ্রুপ লিগের শেষ ম্যাচে টান টান উত্তেজনার পর পোল্য়ান্ডকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্য়াচ জিতে শীর্ষ স্থানে শেষ করল আর্জেন্টিনা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পোল্যান্ডের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুই তরুণ ফুটবলার আলেক্সিস ম্যাক অ্য়ালিস্টার এবং জুলিয়ান আলভারেজ। ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু এরপরই অপ্রত্যাশিত ঘটনা। তুলে ধরল TV9Bangla।
নকআউট পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বুধবার মাঝরাতে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইে আর্জেন্টিনার বিরুদ্ধে মুখোমুখি হয় পোল্য়ান্ড। পোল্য়ান্ডকে ২-০ গোলে হারায় মেসিরা। পোল্য়ান্ডের ২টি গোল হজম করার আগেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টিতে গোল করতে পারেননি মেসি। পোল্য়ান্ডের গোল রক্ষক সেজনি দুরন্ত গোল বাঁচিয়ে দলকে লড়াইয়ে রাখেন। গোলশূন্য স্কোরলাইনে বিরতিতে যায় দু-দল। পোলিশ গোল রক্ষক সেজনি তখন অপ্রতিরোধ্য়। একের পর এক গোল বাঁচিয়ে যাচ্ছেন সেজনি। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে অতি অপেক্ষার পর গোল পায় আর্জেন্টিনা। ১-০ গোলে এগিয়ে দেন ২৩ বছরের ম্য়াক অ্যালিস্টার। গোলের পর আরও আক্রমণাত্মক লিও মেসির টিম।
পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পুরো ম্যাচে অনবদ্য পারফরম্যান্স আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসির। তাঁকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। যদিও মেসির ভাবনায় ছিল অন্য কিছু। তাঁর নজরে ম্যাচের সেরা ম্যাক অ্যালিস্টার। তিনি গোল করে দলকে এগিয়ে না দিলে হয়তো এতটা আত্মবিশ্বাস পেত না! ম্যাচের সেরার পুরস্কার ম্যাককেই দেন মেসি। স্টেডিয়াম ৯৭৪-এ উপস্থিত ম্যাকের বাবা কার্লোস ম্য়াক আলিস্টার। তিনি ছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনার সতীর্থ। কার্লোস পুত্র খেলছেন বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসির সঙ্গে।