East Bengal: ব্রুজোর মাথাতেও ঘুরছে ডার্বি, ‘ইস্টবেঙ্গল কি আন্ডারডগ?’ হাসতে হাসতে বিনোর উত্তর…

ISL, Kolkata Derby: লাল-হলুদে এ বার কার্লেস কুয়াদ্রাত অধ্যায়ে ইতি টেনে নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরার পালা। সদ্য শহরে পা রেখেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। ডার্বির আগের সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি আসেননি। সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

East Bengal: ব্রুজোর মাথাতেও ঘুরছে ডার্বি, ইস্টবেঙ্গল কি আন্ডারডগ? হাসতে হাসতে বিনোর উত্তর...
East Bengal: ব্রুজোর মাথাতেও ঘুরছে ডার্বি, 'ইস্টবেঙ্গল কি আন্ডারডগ?' হাসতে হাসতে বিনোর উত্তর...Image Credit source: East Bengal X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 18, 2024 | 4:56 PM

কলকাতা: আইএসএলে কলকাতা ডার্বির পারদ চড়ছে। ইস্ট-মোহন সমর্থকরা তেতে রয়েছেন। এর আগে শহরে ডুরান্ড ডার্বি বাতিল হয়েছিল। ফলে কলকাতায় হতে চলা শনিবারের ডার্বিতে থাকবে বিশেষ নজর। আইএসএলের (ISL) পয়েন্ট টেবলে নজর রাখলে দেখা যাবে চারে মোহনবাগান (Mohun Bagan)। আর টেবলের সবচেয়ে নীচে, ১৩ নম্বরে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদে এ বার কার্লেস কুয়াদ্রাত অধ্যায়ে ইতি টেনে নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরার পালা। সদ্য শহরে পা রেখেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। ডার্বির আগের সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি আসেননি। অবশ্য ডাগআউটে থাকছেন বিদেশি কোচ। ভারতে এর আগে কোচিং করিয়ে যাওয়া অস্কারের কাছে ডার্বি নতুন নয়। তবে চ্যালেঞ্জ নতুন। শুক্রবার প্রেসমিটে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। ডার্বির আমেজে কী কী বললেন তিনি?

অস্কার ব্রুজো প্রসঙ্গে – প্রতিদিন কোচের সঙ্গে কথা হয়। তিনিও মুখিয়ে আছে। দলের ব্যাপারে আলোচনা হয়। অনুশীলনও হয়েছে সেই মতো। দেখা যাক আগামিকাল মাঠে কী হয়। আমাদের পরিকল্পনা আছে। আমরাও তৈরি জিততে। ডার্বি জিতে প্রথম তিন পয়েন্ট অর্জন করতে।

কলকাতা লিগে ডার্বিতে বাগান শিবিরকে হারানো নিয়ে – গত বছর আমার কোচিংয়ে মোহনবাগানকে হারিয়েছি কলকাতা লিগে। তিন পয়েন্ট পেতে আমরাও মুখিয়ে রয়েছি।

আইএসএলে এ মরসুমের চেষ্টা প্রসঙ্গে – জামশেদপুরের বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা ভালো খেলেছি। ৩০-৩৬টা আক্রমণ করেছি। গোল আসেনি। এটাই ফুটবল। আমরা যদি গোল করতে পারতাম, তা হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

ইস্টবেঙ্গল কি আন্ডারডগ? (হাসতে হাসতে) বিনোর উত্তর – দেখাই যাক। আমরা আমাদের ডার্বি খেলেছি ইতিমধ্যেই। কলকাতা লিগে। আমাদের অ্যাকাউন্টও ওপেন করেছি।

বিনো জর্জের পাশাপাশি ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সে হাজির ছিলেন স্পেনের তারকা সাউল ক্রেসপো। ডার্বির আগে তিনি কী কী বললেন? রইল নিম্নে —

নজরে তিন পয়েন্ট – এই ম্যাচে ফোকাস করছি। আমাদের আইএসএলে ৩ পয়েন্ট প্রয়োজন। এটা গুরুত্বপূর্ণ।

আনোয়ার প্রসঙ্গে – আমরা আনোয়ারের কেস নিয়ে কিছু বলতে পারব না। এটা ক্লাবের কাজ।

বাগান শিবিরকে কী ভাবে দেখছেন? – ওদের অ্যাটাকিং লাইন আপ সম্পর্কে অবগত আমরা। স্কোয়াডে যাঁরা রয়েছে, তাঁরা প্রত্যেকেই মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে।

শুভাশিস বসু জানিয়েছেন, মোহনবাগান ভয়ঙ্কর হয়ে উঠবে। সেই মন্তব্যের পাল্টা – আমরা নিজেদের কৌশলে ফোকাস করছি। আমরা ভালো খেলতে পারলে তিন পয়েন্ট অর্জন করতে পারব।

এ বারের আইএসএলে পয়েন্টের খাতা ইস্টবেঙ্গলের শূন্য। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মশাল ব্রিগেড। শনিবারের ডার্বি হাড্ডাহাড্ডি হতে চলেছে। এরই মাঝে প্রেস কনফারেন্সে জানা গিয়েছে, কুঁচকির চোটে আগামিকালের ডার্বিতে নেই নাওরেম মহেশ।