FIFA World Cup 2022: হোটেলের বাইরে উটের গর্জন, ঘুম ছুটলো হ্যারি কেনদের
দোহার হোটেলে হ্যারিদের প্রথম রাত কাটানোর অভিজ্ঞতা মোটেও সুখকর হল না।

দোহা: বিশ্বকাপের আগে ঘুম উড়ল ইংল্যান্ডের (England) ফুটবলারদের। কিন্তু চোট আঘাত বা প্রতিপক্ষর জন্য নয়। তা হলে কেন ঘুম ছুটলো হ্যারি কেনদের? সেই গল্প তুলে ধরল TV9Bangla। আসলে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) জন্য গ্যারেথ সাউথগেটের ছেলেরা যে হোটেলে রয়েছে সেখানেই যত বিপত্তি। সারা রাত ওই হোটেলে চোখের পাতা এক করতে পারেনি থ্রি লায়ন্সরা। মঙ্গলবার কাতারে পৌঁছেছে ইংল্যান্ডের ফুটবলাররা। বিশ্বকাপের জন্য সুক আল ওয়াকরা হোটেলে রয়েছেন হ্যারি কেনরা।
Thursday focus for the #ThreeLions ? pic.twitter.com/usHyHYyCU4
— England (@England) November 17, 2022
গ্রুপ-বি-তে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েলসের সঙ্গে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেনদের প্রথম ম্যাচ রয়েছে ২১ নভেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরান। টিম হোটেলে পৌঁছেই প্রস্তুতিতে নেমে পড়েছেন ফিল ফডেনরা। দোহা থেকে ১২ মাইল দূরে সবুজে ঘেরা বিলাসবহুল হোটেল সুক আল ওয়াকরার একদিকে আরব সাগরের নীল ঢেউ। অন্যদিকে সোনালি বালুকাময় মরুভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই এই হোটেলকে বেছে নিয়েছিল এফএ। তাদের ভাবনা ছিল নির্জনতার কারণে ফুটবলাররা নিশ্চিত বিশ্রাম করতে পারবেন। এবং অনুশীলনেও সেই অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই। কিন্তু আদতে উল্টো হচ্ছে সেই হোটেলে।
A glimpse of our first session on the pitch in Al Wakrah. ? pic.twitter.com/NkXmCuOD0p
— England (@England) November 16, 2022
দোহার হোটেলে হ্যারিদের প্রথম রাত কাটানোর অভিজ্ঞতা মোটেও সুখকর হল না। ঘুমের বারোটা বাজিয়ে দিল মরুভূমির জাহাজ। গ্যারেথ সাউথগেটের দলের ছেলেরা উটের ডাকের কারণে সারা রাত চোখের পাতা এক করতে পারেননি। অত্যন্ত ঊচ্চস্বরে ডাকে উট। রাতের বেলার উটের ডাকে অনেকেরই ঘুম উড়ে যায়। এ বার সেটাই হল থ্রি লায়ন্সদের সঙ্গে। জানা গিয়েছে, ইংল্যান্ড টিম যে বিলাসবহুল হোটেলে রয়েছে, সেই হোটেলের বাইরে একটা জায়গায় রাতের বেলার বাঁধা থাকে দুটি উট। ব্যস, সেখান থেকেই তাদের হাঁকডাকের আওয়াজ গিয়ে পৌঁছে গিয়েছে হ্যারি কেনদের হোটেলের রুমে। যার ফলে দোহায় বিনিদ্র রজনী কাটাতে হল ইংল্যান্ডের ফুটবলারদের।
