Indian Football: সুনীলদের কোচ ইগর স্টিমাচ ও AIFF প্রেসিডেন্টের সম্পর্কে চিড়!
Igor Stimac: এশিয়ান কাপে এর আগে ভারত এত খারাপ পারফর্ম করেনি। একটাও গোল দিতে পারেনি সুনীলের টিম। ব়্যাঙ্কিংয়ে বড়সড় পতন হতে পারে, এমনই বলা হচ্ছে। যা লজ্জা আরও বাড়াবে ভারতের। এই পরিস্থিতিতে দলের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে সুনীলদের হেড কোচ ইগর স্টিমাচকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে।
কলকাতা: সুনীল ছেত্রীর ভারতের এশিয়ান কাপ (Asian Cup) সফর শেষ। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ভারতের প্রাপ্তির খাতা শূন্যই রইল। এশিয়ান কাপে এর আগে ভারত এত খারাপ পারফর্ম করেনি। একটাও গোল দিতে পারেনি সুনীলের টিম। ব়্যাঙ্কিংয়ে বড়সড় পতন হতে পারে, এমনই বলা হচ্ছে। যা লজ্জা আরও বাড়াবে ভারতের। এই পরিস্থিতিতে দলের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে সুনীলদের হেড কোচ ইগর স্টিমাচকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর মাঝে শোনা গিয়েছে, ইগর স্টিমাচের (Igor Stimac) সঙ্গে এআইএফএফ প্রেসিডেন্ট (AIFF President) কল্যাণ চৌবের সম্পর্কও তলানিতে ঠেকেছে।
ফুটবলে টিমের পারফরম্যান্স খারাপ হলেই একাধিক ক্লাব এমনকি বিভিন্ন দেশ কোচ ছাঁটাইয়ের পথে হাঁটে। ক্রিকেটে এমন দৃশ্য সেই অর্থে দেখা যায় না। কিন্তু ফুটবলে প্রবল ভাবে তা চোখে পড়ে। ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বর্তমানে ভারতীয় শিবিরে সব কিছু ঠিক ঠাক নেই। এশিয়ান কাপে হারের হ্যাটট্রিকের ক্ষত এখনও টাটকা। এরই মাঝে এআইএফএফ এর এক ঘনিষ্ঠ সূত্র সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, সুনীলদের হেড কোচ এবং এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবের মধ্য আর সম্পর্ক আগের মতো নেই।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক সূত্রের খবর অনুযায়ী, ‘ভারতের হেড কোচ ইগর স্টিমাচ এবং এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপের পর থেকে একে অপরের সঙ্গে কথা বলেন না। এআইএফএফ প্রেসিডেন্ট এশিয়ান কাপের আগে দলের ফুটবলারদের সঙ্গে কথাও বলেননি।’
টাইমস অফ ইন্ডিয়াকে এআইএফএফ এর এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয় শিবিরে কোনও বড়সড় পরিবর্তন করা খুবই অনিশ্চিত। কিন্তু এশিয়ান কাপে ভারতের এই হতাশাজনক পারফরম্যান্স যেন আগাম সচেতনতা দিল। ২০২৬ সাল অবধি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের সঙ্গে চুক্তি রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারশেনের।