চ্যাম্পিয়ন করিয়েও চাকরি ছাড়লেন কন্তে
কন্তে (Antonio Conte) দায়িত্বে নেওয়ার আগে সিরি আ-তে প্রথম চারেও থাকতে পারেনি ইন্টার মিলান (Inter Milan)। দায়িত্ব নিয়েই ইন্টারকে রানার্স আপ করান আন্তোনিয়ো কন্তে। পরের বছরেই চ্যাম্পিয়ন।

মিলান: ফুটবল দুনিয়ায় এ চিত্র সচরাচর দেখা যায় না। ব্যর্থতার জেরে কোচ ছাঁটাইয়ের দৃশ্য দেখে অভ্যস্থ ফুটবলমহল। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করানোর পরও কোচ বদল! ১১ বছর বাদে ইন্টার মিলানকে (Inter Milan) সিরি আ (Serie A) জেতানোর এক সপ্তাহ বাদেই কোচের চাকরি ছাড়লেন আন্তোনিয়ো কন্তে (Antonio Conte)।
২০১৯ এর মে মাসে ইন্টার মিলানের দায়িত্বে এসেছিলেন এই ইতালিয়ান কোচ। এ বছর দলকে সিরি আ জেতান। তবে টিম কর্তৃপক্ষের উপর বেজায় ক্ষুব্ধ হয়েই চাকরি ছাড়লেন আন্তোনিয়ো কন্তে। কোভিড (COVID-19) পরিস্থিতির কারণে এখন প্রায় সব দলই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তার জন্য নতুন মরসুমে বাজেট কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিলান। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কোচ কন্তেকেও ৭ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দিতে রাজি হয়নি ইন্টার মিলান। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আন্তোনিয়ো কন্তে। আর তার জেরেই ইন্টার মিলানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ইতালির সংবাদমাধ্যমের দাবি কন্তের বদলি হিসেবে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি আর ইনজাঘি ইন্টার মিলানের কোচের দৌড়ে আছেন।
কন্তে দায়িত্বে নেওয়ার আগে সিরি আ-তে প্রথম চারেও থাকতে পারেনি ইন্টার মিলান। দায়িত্ব নিয়েই ইন্টারকে রানার্স আপ করান আন্তোনিয়ো কন্তে। পরের বছরেই চ্যাম্পিয়ন। ভেঙে দেন জুভেন্তাসের বিজয়রথ। টানা ৯ বছর সিরি এ চ্যাম্পিয়ন হয় জুভেন্তাস।
আরও পড়ুন: টিকা নিয়েই টোকিওতে সমস্ত ভারতীয়: IOA





