ARG vs FRA Probable Starting XI: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশ কী হতে পারে?

FIFA world cup ARG vs FRA Playing XI: ৫-৩-২ বা ৪-৪-২ ফর্মেশনে বিশ্বকাপের ফাইনালে দল নামাতে পারেন স্কালোনি।

ARG vs FRA Probable Starting XI: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশ কী হতে পারে?
আর্জেন্টিনার অনুশীলনে মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 5:22 PM

দোহা: কয়েক ঘণ্টা পরই কাতারের লুসেল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। ফাইনালে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি মেসিরা। ফাইনালের আগে লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে অনুশীলন সেরে ফেলেছেন মেসি, ডি মারিয়ারা। সেই অনুশীলনের পরই আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, ফাইনালের জন্য চূড়ান্ত দল বেছে ফেলেছেন তিনি। কী হতে পারে নীল-সাদা ব্রিগেডের সম্ভাব্য একাদশ, সে ব্যাপারে আভাসও দিয়েছেন স্কালোনি। কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনের পর স্কালোনি বলেছেন, “দল তৈরি”। টিভি৯ বাংলা তুলে ধরল কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।

বিশ্বকাপের আগের বিভিন্ন ম্যাচে আর্জেন্টিনার দলগঠন দেখে বিশেষজ্ঞ মহলের অনুমান, ৫-৩-২ বা ৪-৪-২ ফর্মেশনে বিশ্বকাপের ফাইনালে দল নামাতে পারেন স্কালোনি। ৫-৩-২ ফর্মেশনে খেললে নাহুয়েল মলিনা লুসেরো এবং মার্কোস আকুনাকে উইঙ্গার হিসাবে খেলাতে পারেন স্কালোনি। তিনি জানেন, কিলিয়ান এমবাপে, অ্যান্টোনিও গ্রিজম্যান, অলিভার জিরো, ওসমানে ডেম্বেলেদের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী। সে জন্য রক্ষণের ব্যাপারে বিশেষ জোর দিতে চাইছেন স্কালোনি। নেদারল্যান্ডের বিরুদ্ধে অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠে নামাননি স্কালোনি। ৫-৩-২ ছকে খেললে ফাইনালের প্রথম একাদশে জায়গা নাও হতে পারে ডি মারিয়ার। তবে ৪-৪-২ ছকে খেললে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন ডি মারিয়া। পাশাপাশি যে ছকেই খেলুক আর্জেন্টিনা আক্রমণ ভাগে মেসি এবং আলভারেজের জায়গা পাকা। আসুন দেখে নিই দুই ফর্মেশনে কী হতে পারে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দলের প্রথম একাদশ।

৫-৩-২: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রডরিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।

৪-৪-২: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রডরিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।