FIFA World Cup 2022: “আমি চ্যাম্পিয়ন হতে চলেছি”, ফাইনাল ম্যাচের আগেই স্ত্রীকে মেসেজ ডি মারিয়ার
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার স্ত্রীকে করা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুয়েনস আইরেস: নিজের ওপর কতটা আত্মবিশ্বাস থাকলে কেউ বলতে পারেন ভবিষ্যতের কথা। হাতে গোনা কম মানুষই এমনটা পারেন। তেমনই এক তারকা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) দলে। এ বারের বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনালে কাতারের লুসেল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই ম্যাচে লা আলবিসেলেস্তেদের প্রথম একাদশে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জন্টিনাকে এগিয়ে দেওয়ার পর, ৩৬ মিনিটের মাথায় ম্যাক অ্যালিস্টারের পাস থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন ডি মারিয়া। পুরো ম্যাচে যদিও তিনি মাঠে ছিলেন না। লিওনেল স্কালোনি ৬৪ মিনিটের মাথায় তুলে নেন ডি মারিয়াকে। তবে ডি মারিয়া এই মেগা ফাইনালের ২৪ ঘণ্টা আগেই জানতেন, তারাই হবে এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এবং তিনি গোলও করবেন বলে জানতেন। কীভাবে এমনটা হল, তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া তাঁর স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন, তিনি এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছেন। এবং তিনি ফাইনালে গোলও করবেন। ডি মারিয়ারা দেশে ফেরার পর তাঁর স্ত্রী জর্জিলিনা কারদোসে তাঁদের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে তাঁদের কথাবার্তা দেখলে, যে কেউ বলতে বাধ্য, নিজের গোল করা এবং আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যদ্বাণী ফাইনালের ২৪ ঘণ্টা আগেই করে রেখেছিলেন ডি মারিয়া।
সত্যি সত্যি ডি মারিয়ার সেই কথা মিলেও গিয়েছে। জর্জিলিনার শেয়ার করা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, ডি মারিয়া তাঁকে লেখেন, “আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছি ভালোবাসা। এটা লেখা হয়ে গিয়েছে। এবং আমি গোলও করব। কারণ এটি মারাকানা এবং ওয়েম্বলির মতো লেখা রয়েছে।”
উত্তরে জর্জিলিনা লেখেন, “এই বার্তাটি আমাকে শিহরিত করছে… আমি জানি না তোমাকে কী বলব।” ডি মারিয়া আবার লেখেন, “তোমাকে কিছু বলতে হবে না। আগামীকাল উপভোগ করবে, কারণ আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি। কারণ আমরা যারা এখানে ২৬ জন রয়েছি তাদের এবং প্রত্যেকের পরিবারের এটি প্রাপ্য।”
“Voy a salir campeón del mundo amor. Esta escrito. Y voy a hacer el gol. Porque está escrito como en el Maracaná y Wembley. Anda y disfruta mañana porque vamos a ser campeones”.
✍? El mensaje de Di María a su esposa Jorgelina por WhatsApp, 24 horas antes de la final… ? pic.twitter.com/IHJHisMc6j
— Ataque Futbolero (@AtaqueFutbolero) December 20, 2022