ARG vs AUS Highlights: রুদ্ধশ্বাস দ্বিতীয়ার্ধ, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ARGENTINA vs AUSTRALIA FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (ARGENTINA vs AUSTRALIA) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ARG vs AUS Highlights: রুদ্ধশ্বাস দ্বিতীয়ার্ধ, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
Image Credit source: OWN Photograph

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 04, 2022 | 3:09 AM

দোহা : দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। লিওনেল মেসির হাজারতম ম্যাচ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হার। রাস্তা কঠিন হয়েছিল আর্জেন্টিনার। যদিও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। পরপর দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দুই ম্যাচেই ক্লিনশিট রেখেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অনবদ্য গোল। শেষ ম্যাচে তাঁর পেনাল্টি সেভ করেন পোলিশ গোলরক্ষক। সকারুসদের বিরুদ্ধে জিতে শেষ আট নিশ্চিত করলেও ক্লিনশিট রাখতে পারল না আর্জেন্টিনা। মাইলফলকের ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। গুডউইনের শট এনজো ফার্নান্ডেজের শরীরে লেগে জালে জড়ানোয় সেটি আত্মঘাতী গোল দেওয়া হয় এনজোর। ৭ মিনিটের অ্যাডেড টাইম নাটকীয় হয়ে উঠেছিল। শেষ মুহূর্তে অনবদ্য সেভ আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ম্যাচ অতিরিক্ত সময়েও গড়াতে পারতো। শেষ অবধি ২-১ ব্যবধানে জয় আর্জেন্টিনার।  লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Dec 2022 03:03 AM (IST)

    কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ…

    • লিওনেল মেসির কেরিয়ারের হাজারতম ম্যাচ।
    • গোল করে দলকে এগিয়ে দেন তিনিই। ব্য়বধান বাড়ান জুলিয়ান আলভারেজ।
    • ৭৭ মিনিটে গুডউইনের শট, এনজোর ডিফ্লেকশনে আর্জেন্টিনার গোলে।
    • প্রাথমিকভাবে সেটি গুডউইনের গোল দেওয়া হয়। পরে জানানো হয়, সেটি এনজো ফার্নান্ডেজের আত্মঘাতী গোল।
    • অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা।
    • শেষ মুহূর্তে অনবদ্য় সেভ আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
    • শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
  • 04 Dec 2022 02:07 AM (IST)

    সুপার সাব গুডউইন…

    ক্রেগ গুডউইনের শট, আর্জেন্টিনা ডিফেন্ডারের ডিফ্লেশন এবং গোল। অস্ট্রেলিয়া ক্রমশ চাপ বাড়াচ্ছে। এনজো ফার্নান্ডেজের লাস্ট টাচ হওয়ায় এনজো ফার্নান্ডেজের আত্মঘাতী গোল দেওয়া হল।

  • 04 Dec 2022 01:48 AM (IST)

    প্যানিক মোডে অস্ট্রেলিয়া…

    ঠিক যেন কিছুক্ষণ আগে আর্জেন্টিনার পরিস্থিতি। গোলকিপারকে ব্যাক পাস দিয়েছিলেন অজি ডিফেন্ডার। ততক্ষণে পৌঁছে গিয়েছেন জুলিয়ান আলভারেজ। অজি গোলকিপার পাস বাড়াতেই বল নিয়ে গোলে শট জুলিয়ানের। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় গোল তাঁর।

  • 04 Dec 2022 01:44 AM (IST)

    ওটামেন্ডির ভুল অল্পের জন্য…

    নিকোলাস ওটামেন্ডি ব্যাক পাস দিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। যদিও মন্থর পাস। অজি স্ট্রাইকার এগিয়ে এলে কোনওরকমে পরিস্থিতি সামাল দেন আর্জেন্টিনা গোলরক্ষক।

  • 04 Dec 2022 01:39 AM (IST)

    পরিবর্তন…

    আলেজান্দ্রো গোমেজের পরিবর্তে লিজান্দ্রো মার্তিনেজ।

  • 04 Dec 2022 01:09 AM (IST)

    নকআউটে প্রথম গোল!!!

    কেরিয়ারের পঞ্চম তথা শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে নবম গোল করলেন। ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন অধিনায়ক লিও মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে তাঁর প্রথম গোল।

  • 04 Dec 2022 12:32 AM (IST)

    গ্যালারি মুড…

     

  • 03 Dec 2022 11:57 PM (IST)

    আর্নল্ডের বার্তা

    ম্যাচের আগে নিজের দলের ফুটবলারদের জন্য অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ডের বার্তা- ‘পুরো বিশ্বকে চমকে দাও।’

  • 03 Dec 2022 11:55 PM (IST)

    সকারুসদের একাদশ…

    অনবদ্য জার্নি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন। সেখানেই থেমে থাকা নয়। নকআউটে পৌঁছনো। এ বার শেষ ষোলোয় সামনে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া কোচ কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কোনও প্রতিপক্ষকেই ভয় পান না তাঁরা। আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ…

     

  • 03 Dec 2022 11:47 PM (IST)

    আর্জেন্টিনা প্রথম একাদশ

    মেসির মাইলফলকের ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ…

     

  • 03 Dec 2022 11:46 PM (IST)

    প্রথম একাদশে নেই ডি মারিয়া

    TV9Bangla ম্যাচ প্রিভিউতে যা লিখেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশে নেই ডি মারিয়া।

    আরও এক বার রইল প্রিভিউয়ের লিঙ্ক- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মেসির মাইলফলকের ম্যাচে নেই ডি মারিয়া!

  • 03 Dec 2022 11:43 PM (IST)

    মেসির জন্য…

  • 03 Dec 2022 11:35 PM (IST)

    মেসির মঞ্চ প্রস্তুত

    TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। মাইলফলকের ম্যাচ মেসির। কেরিয়ারের হাজারতম ম্যাচে নামতে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।